[ অনলাইন ] 25/04/2024
 
এসআই ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
এজাহারে নাম না থাকলেও অপহরণ, চাঁদাবাজির মামলার এক আসামির জবানবন্দিতে নাম আসায় ঢাকার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসআই ফারুককে নিম্ন আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ওমর ফারুকের আগাম জামিন আবেদন খারিজ করে গতকাল বুধবার এই আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. জাহাঙ্গীর কবির।