[ অনলাইন ] 25/04/2024
 
পাবনায় পাউবোর দুই প্রকৌশলী জেলহাজতে, লেনদেন তদন্তে দুদক
অবৈধ ৫ লাখ ৭০ হাজার টাকাসহ পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাসুদ রানা ও মোশাররফ হোসেনকে আটকের পর বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়া শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অবৈধ টাকা লেনদেনের বিষয়টি দুদক অনুসন্ধান করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঠিকাদার আরিফুজ্জামান রাজীব ও রোকনুজ্জামান তুষার এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধানে মঙ্গলবার পাবনা পানি উন্নয়ন বোর্ডে যান সংবাদকর্মীরা। এ সময় তথ্য ও বক্তব্যের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার কক্ষে গেলে ওই কক্ষ ভেতর থেকে বন্ধ পান। কয়েকবার নক করার পর মাসুদ রানা দরজা খুললে ঠিকাদার আরিফুজ্জামান রাজীব, কমিশনার ও পানি উন্নয়ন বোর্ডের এসডি মোশাররফসহ কয়েকজনকে দেখতে পান সংবাদকর্মীরা। এ সময় টেবিলে বিপুল অর্থও দেখা যায় এবং এর পরই আরেক ঠিকাদার কনক সেখানে হাজির হন। সরকারি অফিসে ঠিকাদারের সঙ্গে বন্ধ কক্ষে কীসের অর্থ লেনদেন হচ্ছে– জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তখন সংবাদকর্মীরা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশকে জানান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার রাজীব, কনকসহ কয়েকজন পালিয়ে যান। পুলিশ দুদককে জানালে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।