[ অনলাইন ] 25/04/2024
 
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনডিসি রোগীদের বিনামূল্যে এনডিসি কর্নার থেকে ওষুধ সরবরাহ এবং সকল প্রাপ্তবয়সী কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ বিষয়ে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত

ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাক্তার মো. আহসান-উজ-জামান, সাভেইল্যান্স মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা এবং ফলোআপ করা হয়। বর্তমান নবাবগঞ্জে ২৬৬ জন উচ্চ রক্তচাপ ২৬৫ জন ডায়াবেটিস এবং ৮৮৮ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উভয়ের বিনামূল্যের ওষুধ দেওয়া হচ্ছে।

উপজেলার ৪০টি কমিউনিটি ক্লিনিকের সব সিএসপিসি ও কমিউনিটি গ্রুপের সভাপতিরা অংশগ্রহণ করেন।