[ পাতা ১৩ ] 26/04/2024
 
শেয়ারের দাম কমার সীমা বেঁধে দিয়েও আটকানো গেল না বড় দরপতন
শেয়ারের দাম কমার সর্বনিম্ন সীমা বেঁধে দিয়েও আটকানো গেল না বড় দরপতন। গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬০ পয়েন্টের বেশি। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। বাজার পর্যালোচনায় দেখা যায়—

গতকাল লেনদেনের শুরুতেই বিনিয়োগকারীদের একটি অংশ আতঙ্কে দিনের সর্বনিম্ন দামে বিপুল পরিমাণে শেয়ার বিক্রির আদেশ দেয়। ফলে লেনদেন শুরুর কয়েক মিনিটেই ক্রেতা সংকটে পড়ে শতাধিক প্রতিষ্ঠান। লেনদেনের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।

উল্লেখ্য, শেয়ারবাজারে টানা দরপতনরোধে গত বুধবার শেয়ারের দর কমার নতুন সীমা বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  নতুন নিয়ম গতকাল থেকে কার্যকর হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে, এক দিনে কোনো কোম্পানির শেয়ারের মূল্য সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এর চেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। এর আগে শেয়ারের বাজারমূল্যের আলোকে মূল্য সর্বনিম্ন ৩.৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত  কমতে পারত। তবে শেয়ারের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আগের সীমা বহাল আছে। শেয়ারের আগের দিনের বাজার মূল্যের আলোকে পরদিন মূল্য সর্বনিম্ন ৩.৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।

গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৬৯টির, কমেছে ৩০০টির। আর ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে সূচকে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৮ পয়েন্টে নেমে গেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ২১৭ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬০২ কোটি ৭৪ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৯১ কোটি ৩১ লাখ টাকা।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো :ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, আইটি কনসালট্যান্ট, কোহিনুর কেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং, ফার্মা এইড, বিচ হ্যাচারি এবং বেস্ট হোল্ডিং