[ অনলাইন ] 29/04/2024
 
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অর্থ আত্মসাৎ মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডিসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) এ মামলাটি আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগটি আমলে গ্রহণ করে পলাতক আসামি মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডি মো. হাবিবুর রহমান, কাজী ফরহাদ হোসেন এবং কাজী জাহিদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন। এছাড়া তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জন আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।

উল্লেখ্য, দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর ৮ কোটি টাকা উত্তোলন ও ১০,৮৩,৪১,০১২ টাকা মার্কেন্টাইল ব্যাংকে পরিশোধ না করায় প্যাটিক ফ্যাশান লি. এর এমডি ফরহাদ হোসেনকে আসামি করে অত্র মামলা দায়ের করেন।