[ অনলাইন ] 2024-12-26 |
|
|
|
|
ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল আসছে আজ
|
|
|
ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল আজ দেশে আসছে। এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চাল বহনকারী এমভি তানাইজ ড্রিম জাহাজটি আজ ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানীকৃত চালের এটিই প্রথম চালান। সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, চাল কেনার জন্য গত মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায়। চাল আমদানির চুক্তিটি হয়েছিল গত ১১ নভেম্বর।
এর মধ্যে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম জাহাজটি আজ ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা গতি হারায়। তবে দেশটি থেকে চালসহ জরুরি পণ্যের আমদানি অব্যাহত রাখতে চায় অন্তর্বর্তী সরকার। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৮ ডিসেম্বর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছিলেন, ‘আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। মূলত ভারত থেকে, দুই দেশের সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যমে। এর মধ্যে মিয়ানমার থেকেও এক লাখ টন চাল আমদানি করা হবে। চাল আনা হবে ভিয়েতনাম থেকেও। এর বাইরে থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করবে সরকার।’ |