[ অনলাইন ] 2024-12-26 |
|
|
|
|
চট্টগ্রাম বিমানবন্দর সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ
|
|
|
চট্টগ্রাম নগরে দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যে দক্ষিণ পতেঙ্গা এলাকায় বাংলাদেশ নেভি রেডি রেসপন্স বার্থের (বিএনআরআরবি) সামনে আরও একটি ফুটব্রিজ তৈরি করছে সিটি কর্পোরেশন। দেড় কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর সড়কের ১৫ নম্বর গুপ্তখালের অদূরে এ ফুট ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
বুধবার দুপুরে বিমানবন্দর সড়কে এই ফুট ব্রিজটির নির্মাণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
ভিত্তি প্রস্তর স্থাপনের সময় মেয়র ডা. শাহাদাত বলেন, এ সড়কে ট্রাক-লরিসহ বিভিন্ন ভারী গাড়ি ও দ্রম্নত যানবাহনগুলো চলাচল করে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে এ ফুটব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
চসিক সূত্রে জানা গেছে, ফুটওভার ব্রিজটি হবে স্টিলের। এর দৈর্ঘ্য হবে ২০ থেকে ২১ মিটার। ফুটওভার ব্রিজটিতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে নৌ বাহিনীর অনুরোধে এ ফুটওভার ব্রিজ নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। এতে ব্যয় হবে দেড় কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান 'নারায়নগঞ্জ ড্রাইডক'কে এ জন্য কার্যাদেশ দেয়া হয়।
গত সপ্তাহে প্রকাশিত 'চট্টগ্রাম নগর সড়ক নিরাপত্তা প্রতিবেদন ২০২১ু২০২৩' অনুযায়ী, নগরে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে পথচারীদের। শহরে গত সাত বছরে ৬৮৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬৯ জন। এর মধ্যে ৩১৩ জনই পথচারী। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বছরে নগরে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন ১ হাজার ২৮ জন। এর মধ্যে ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় মৃতু্য হয় ৭২ জনের। ২০২৩ সালে মারা যান ৯৬ জন।
এছাড়া গত বছর (২০২৩) প্রকাশিত 'বস্নম্নমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গেস্নাবাল রোড সেফটি'র (বিআইজিআরএস) একটি গবেষণার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শহরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের ৫৬ শতাংশই পথচারী। রাস্তা পার হতে গিয়েই বেশিরভাগ সময় দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। যারা ফুটওভার ব্রিজ থাকলে নিরাপদে সড়ক পার হতে পারত। ফলে নগরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে।
বিমানবন্দর সড়কে ফুটওভার ব্রিজটি নির্মাণ কাজ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম জানান, বিমানবন্দর সড়কে এই ফুট ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছর ৩০ আগস্ট। নারায়ণগঞ্জ ড্রাইডক থেকে কাঠামো নির্মাণ করে এনে এখানে পাইলিং করে বসানো হবে। চসিকের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন' শীর্ষক আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের অধীনে নগরেতে ৩৮টি ফুট ব্রিজ নির্মাণ করবে। এতে খরচ হবে ৫৮ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে বিমানবন্দর সড়কের ফুট ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। |