[ অনলাইন ] 2024-12-26
 
নন-বন্ডেড কারখানায় স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ সহজ করার দাবি
 
শতভাগ রপ্তানি পণ্য উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল শুল্কমুক্ত আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা না থাকা কারখানার পক্ষে স্থানীয়ভাবে কাঁচামাল আমদানিতে ব্যাক-টু-ব্যাক এলসি খোলার অনুমতিসহ এ সংক্রান্ত সেবা সহজ করার দাবি জানিয়েছে বিজিএমইএ। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠনটি।  

রাজধানীতে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শুল্ক এবং বন্ডেড ওয়্যারহাউস রেগুলেশন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে উদ্যোক্তারা প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, তা তুলে ধরা হয়। বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের প্রশাসক আনোয়ার হোসেন। সংগঠনের সহায়ক কমিটির সদস্য ইনামুল হক খান (বাবলু), আসিফ আশরাফ ও মো. শিহাবুদ্দোজা চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি পোশাক খাতের জন্য নির্বিঘ্ন এবং আরও দক্ষ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বাধা অপসারণের বিষয়ে এনবিআরের সহযোগিতা চায়। বিদ্যমান বিধান অনুযায়ী, কারখানাগুলো বন্ড লাইসেন্স ছাড়া রপ্তানির উদ্দেশ্যে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে কাঁচামাল ক্রয় করতে পারে না। এতে সমস্যায় পড়তে হয় এ ধরনের কারখানাগুলোকে। এ ছাড়া বিজিএমইএ প্রতিনিধি দল তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কাস্টমস সংক্রান্ত নীতিগুলো সহজ, বিশেষ করে আমদানি করা কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জাম ছাড়ের প্রক্রিয়া সহজ ও ত্বরান্বিত করার অনুরোধ জানান। এসব সেবা পেতে জটিলতা এবং দীর্ঘসূত্রতায় আমদানি-রপ্তানি বিঘ্নিত হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে বিজিএমইএসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন।

বিজিএমইএ নেতাদের এসব অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, এনবিআর নন-বন্ডেড কারখানাগুলোকে ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা দেওয়ার উপায় অনুসন্ধান করবে। রপ্তানি সংক্রান্ত পরিষেবাগুলো দ্রুততর, সময়সাশ্রয়ী এবং আরও দক্ষ করার জন্য এনবিআরের পক্ষ থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved