[ অনলাইন ] 2024-12-26
 
চট্টগ্রাম বন্দর
কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ
 
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি বাতিল চেয়ে বুধবার আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কন্টেইনার হ্যান্ডলিং অপারেটরের সঙ্গে বিগত সরকারের সম্পাদিত টেন্ডারবিহীন গোপন চুক্তি বাতিল চেয়ে বাংলামার্ক কর্পোরেশনের সত্ত্বাধিকারী রফিকুল ইসলামের পক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়, কনটেইনার টার্মিনালগুলো বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি। এসব টার্মিনাল বিনা টেন্ডারে বিদেশিদের দিলে বাংলাদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাবে এবং প্রচুর লোক চাকরি হারাবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের আশপাশে নানা ধরনের স্পর্শকাতর স্থাপনার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার টার্মিনালগুলোর পরিচালনারত দেশীয় সক্ষমতা ও দক্ষ কন্টেনার হ্যান্ডলিং অপারেটরদের বঞ্চিত করে পাবলিক টেন্ডার ছাড়া গোপনে সম্পাদিত চুক্তির অতি দ্রুত বাতিল চাওয়া হয়।  

নোটিশে বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও সংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা নির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved