[ অনলাইন ] 2025-02-05
 
টার্গেট বিলিয়ন ডলার
♦ বিদেশি বিনিয়োগকারীদের এনে দেখানো হবে পরিবেশ ♦ ইলন মাস্ক বা জ্যাক মা’র মতো বৈশ্বিক উদ্যোক্তাদের আনার চেষ্টা ♦ এপ্রিলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন
 
বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ টার্গেট করে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ ঘোষণা করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এটি অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আকর্ষণ বাড়াতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে বিশ্বখ্যাত উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক, জ্যাক মা কিংবা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতো সফল বৈশ্বিক উদ্যোক্তাদের ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে। অর্থবিভাগ ও বিডা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিনিয়োগের পরিবেশ থাকলে বিনিয়োগকারী আসবে, অন্যথায় আসবে না। তবে এ ধরনের সম্মেলন বিনিয়োগকারীদের মধ্যে একধরনের সচেতনতা তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু উদ্যোক্তারা কোথায় বিনিয়োগ করবেন, সেটা তাঁরাই সিদ্ধান্ত নেবেন। সুযোগসুবিধা ও বিনিয়োগকৃত অর্থের রিটার্নের বিষয়টি নিশ্চিত করতে পারলে উদ্যোক্তাদের আকর্ষণ বাড়ানো সম্ভব।’ পরিকল্পনা অনুযায়ী ৭ থেকে ১০ এপ্রিল এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ওয়েবপেজ খুলে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। এ সম্মেলনে বিদেশ থেকে বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেকে এনে বিনিয়োগের পরিবেশ প্রত্যক্ষ করানো হবে। এর মধ্যে ইকোনমিক জোন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিনিয়োগের অন্যান্য সুযোগসুবিধাসহ সামগ্রিক পরিবেশ দেখানো হবে।

সূত্র জানায়, এ সম্মেলনে অংশ নিতে বিশ্বের নানা প্রান্তের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে সৌদি আরব, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা,  জেট্রোসহ আন্তর্জাতিকভাবে প্রভাবশালী এবং অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। এসব দেশ, কোম্পানি ও সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। একই সঙ্গে বিডার মাধ্যমে বিশ্বে অন্যান্য ইনভেস্টর হিসেবে ব্যাংক ও করপোরেশনগুলোকেও যুক্ত করা হবে এ সম্মেলনে। অংশগ্রহণকারীদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সশরীরে ঘুরে দেখানো হবে। মিরেরসরাইয়ে স্থাপিত ন্যাশনাল ইকোনমিক জোন, জাপান ইকোনমিক এবং বাংলাদেশের সফল ব্যবসায়ীদের শিল্প কারখানাও পরিদর্শন করানো হবে।

জানা গেছে, ইলন মাস্ক, জ্যাক মা, মার্ক জাকারবার্গের মতো সফল উদ্যোক্তাদের বাংলাদেশে আনতে ড. ইউনূসের ব্যক্তি ইমেজকে কাজে লাগানো হচ্ছে। এ সম্মেলনের আয়োজক সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে এতে পুরো সরকার তথা প্রশাসন সংযুক্ত থাকবে। এ সম্মেলনের মাধ্যমে এক অনন্য বাংলাদেশের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা করছে সরকার।

এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন বলেন, দেশে বিনিয়োগের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি আছে চ্যালেঞ্জও। এ চ্যালেঞ্জগুলো ধীরে ধীরে মোকাবিলা করে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে এপ্রিলে আমরা একটা ইনভেস্টমেন্ট সামিট করতে যাচ্ছি। এর আগে সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট অনুষ্ঠিত হয়।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved