[ অনলাইন ] 2025-02-05 |
|
|
|
|
অনুমতি ছাড়াই চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা
|
|
|
চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ করায় পানামার পতাকাবাহী জাহাজ ‘এমটি ডলফিন’কে ১০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনো জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশ করতে পারে না। কুতুবদিয়ার জলসীমায় আসার সঙ্গে সঙ্গে জাহাজটি চিহ্নিত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জাহাজটি মোংলা যাওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত চট্টগ্রাম বন্দর জলসীমায় চলে আসে। তাই জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি ‘এমটি ডলফিন’ জাহাজটি জ্বালানি তেল নিয়ে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি প্রথমে পাকিস্তানের কাসিম বন্দর ও পরবর্তী সময়ে ভারতের জওহরলাল নেহেরু বন্দর হয়ে গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার। জাহাজটিতে প্রায় ১১ হাজার ৬০০ টন জ্বালানি রয়েছে। চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া কোনো জাহাজ জলসীমায় প্রবেশ করলে তা বন্দর কর্তৃপক্ষের অত্যাধুনিক যন্ত্রে ধরা পড়ে। এ জাহাজের বিষয়টিও একইভাবে ধরা পড়লে বন্দরের হারবার বিভাগের একটি টিম জাহাজটি ধরে ফেলে। পরে আজ জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করে বন্দরের মেরিন কোর্ট।
|