[ পাতা ৯ ] 2025-05-09 |
|
|
|
|
বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমির যাত্রা
|
|
|
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), লউডস ফাউন্ডেশন এবং থমসন রয়টার্স ফাউন্ডেশন (টিআরএফ) সম্মিলিতভাবে ৬-৭ মে ঢাকায় বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমির আয়োজন করেছে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন; এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুন শি; লউডস ফাউন্ডেশনের ঢাকার প্রধান নওরিন চৌধুরী; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশির কবির, সুইডেন দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মারিয়া স্ট্রিডসম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। |