[ অনলাইন ] 2025-05-09
 
ব্যবসা–বাণিজ্য বাড়াতে ঢাকায় কার্যক্রম শুরু করল দুবাই চেম্বার
 
সম্প্রতি ঢাকায় দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসেইফ আলহামৌদি। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

সম্প্রতি ঢাকায় দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসেইফ আলহামৌদি। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীছবি - দুবাই চেম্বারের সৌজন্যে

দুবাই চেম্বারের অধীন থাকা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার। এই চেম্বারের নতুন আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয়রা রাজধানী ঢাকায় চালু করেছে। দুবাই ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই কার্যালয়ের মধ্য দিয়ে চেম্বারটির আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয়ের সংখ্যা বিশ্বজুড়ে ৩৫-এ পৌঁছাল। দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেইফ আলহামৌদি।

এতে বলা হয়েছে, ‘দুবাই গ্লোবাল’ উদ্যোগের অংশ হিসেবে আগামী ২০৩০ সালের মধ্যে ৫০টি আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বিশ্বজুড়ে তাৎপর্যপূর্ণ ৩০টি বিপণনস্থলে স্বদেশি প্রতিষ্ঠানগুলোকে সম্প্রসারণ করার মাধ্যমে দুবাইয়ের অবস্থান দৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ক্রমবর্ধমান এবং আলোচ্য প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে তেল ব্যতীত ১৭১ কোটি ডলারের বাণিজ্যিক লেনদেন হয়; আগের বছরে যা ছিল ১৫৮ কোটি ডলার। এ সময়ে প্রবৃদ্ধির হার ৯ শতাংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আলী রাশেদ লুতাহ বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় ও দ্রুত বর্ধনশীল দেশ, যেখানে দুবাইভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ বিদ্যমান। ঢাকায় আমাদের আন্তর্জাতিক কার্যালয় চালু করা দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক। এই কার্যালয় দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা তৈরি, বাণিজ্যিক সম্পর্ক সহজ করা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি দুবাইকে একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সহায়তা করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও দুবাইয়ে অবস্থানরত ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় কাজ করবে ঢাকার এই আন্তর্জাতিক কার্যালয়। একই সঙ্গে দুবাইয়ে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তথ্য-পরামর্শ, বাণিজ্যিক উপাত্ত ও ব্যবসায়িক মহলে শক্তিশালী নেটওয়ার্কের সন্ধান দিয়ে সহযোগিতা করবে। বৈশ্বিক বাজারের প্রবেশদ্বার হিসেবে দুবাইয়ের ইতিবাচক অবস্থানকে কাজে লাগাবে।

পাশাপাশি নতুন কার্যালয়টি বাংলাদেশের বাজারে প্রবেশ করতে চাওয়া দুবাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য বাণিজ্যিক তথ্য-উপাত্ত প্রদান ও ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে সহযোগিতা করবে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে পরামর্শগত সহায়তা প্রদান করবে। যেন বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved