[ অনলাইন ] 2025-05-09
 
বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তায় পাশে থাকবে এডিবি
 

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা। তিনি বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে এ বছরের বার্ষিক সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

এডিবির ৫৮তম বার্ষিক সভার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এডিবির প্রেসিডেন্ট এসব কথা বলেছেন বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারি পুনর্ব্যক্ত করা হয়। আগামী দিনে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ সামনে রেখে উন্নয়ন সহযোগিতা, নীতিগত সংস্কার এবং জলবায়ু সহনশীলতার বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, শুরু থেকেই এডিবি বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। এডিবির অটুট প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন যে অতীতের মতো ভবিষ্যতেও এডিবি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় পাশে থাকবে।

এডিবির অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে গুরুত্ব্বপূর্ণ অবদান রেখেছে সংস্থাটি।’ তিনি জানান, বাংলাদেশে এডিবির মোট পোর্টফোলিও বর্তমানে ৩২.৫ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ২.৯৪ বিলিয়ন ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। এটি উভয় পক্ষের দৃঢ় সহযোগিতার প্রতিফলন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকায় অর্থ উপদেষ্টা এডিবির সহায়তা যেন দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—এ বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, এই রূপান্তরের মুহূর্তটি একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও সংস্কারভিত্তিক সরকারের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের সময়ই চলছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved