[ অনলাইন ] 2025-05-09 |
|
|
|
|
লালদিয়ার চরেই বিনিয়োগ আসবে ৮শ কোটি টাকা: বিডা চেয়ারম্যান
|
|
|
চট্টগ্রাম বন্দরের আওতাধীন পতেঙ্গার লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণে ৮শ’ কোটি টাকা বিনিয়োগ করবে নেদ্যারল্যান্ডসের অপারেটর কোম্পানি-এপিএম। এছাড়া বে-টার্মিনালেও আসবে বড় বিনিয়োগ। বৃহস্পতিবার সকালে লালদিয়ার চর ও বে-টার্মিনালের প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এই তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আগামী ৫ বছরের মধ্যেই নতুন টার্মিনালগুলো দাঁড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।
আশিক চৌধুরী বলেন, এপিএম বিশ্বের অন্যতম বড় বন্দর অপারেটর। তারা চট্টগ্রামের লালদিয়ার চরে পোর্টটিকে ‘স্টেট-অফ-দ্য-আর্ট’ এবং পরিবেশবান্ধব গ্রিন পোর্ট হিসাবে গড়ে তুলতে চায়। এখানে বিনিয়োগের ৮০ মিলিয়ন ডলার বা ৮০০ কোটি টাকার সবই বিনিয়োগকারী কোম্পানি দেবে। বাংলাদেশ এক টাকাও খরচ করতে হবে না ।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রমুখ।
বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, পিসিটি বিদেশিদের কাছে দেওয়া হলেও সেটি এখনও কনটেইনার হ্যান্ডলিং-এ টার্গেট পূরণ করতে পারছে না। তবে এ জন্য অপারেটর কোম্পানির চেয়েও সরকারের দায় বেশি। কারণ সরকার শর্ত অনুযায়ী সবকিছু প্রোভাইড করতে পারেনি। এনসিটি বিদেশিদের হাতে গেলেও বন্দরের কর্মচারীদের চাকরি বা কর্মসংস্থানের কোনো সমস্যা হবে না। বিদেশিরা বাংলাদেশে টার্মিনাল করলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশের সামনে ইতিহাস তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
|