[ অনলাইন ] 2025-07-02
 
বিদেশিদের হাতে যাওয়ার আগে ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমুরিং টার্মিনাল: অর্থ উপদেষ্টা
 
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের আগে ছয় মাসের জন্য দেশের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করছে, যার মেয়াদ শেষ হবে আগামী ৬ জুলাই। এরপর ৭ জুলাই থেকে এটি পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর ওপর অর্পণ করার পরিকল্পনা রয়েছে। তবে এটি হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এবং মেয়াদ হবে ছয় মাস।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, টার্মিনালটি পরিচালনার দায়িত্ব কারা পাবে তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঠিক করবে। এ জন্য দরপত্র আহ্বান করা হবে না। আগামীকাল বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, এনসিটির পাঁচটি জেটিতে চারটি সমুদ্রগামী এবং একটি অভ্যন্তরীণ নৌযান ভিড়তে পারে। এটি দেশের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল। জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তরসহ বিভিন্ন কার্যক্রম এই টার্মিনালে সম্পন্ন হয়।

এর আগে গত ১৮ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এনসিটি বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত হয়েছিল। তখন ছয় মাসের জন্য ৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও দেওয়া হয়। তবে বন্দর পরবর্তীতে সেই প্রস্তাব থেকে সরে আসে এবং নৌবাহিনীর মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেয়।

বন্দর ভবনের সম্মেলনকক্ষে গত শনিবার অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত হয় যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় নৌবাহিনী টার্মিনালটি সাময়িকভাবে পরিচালনা করবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে এনসিটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড-এর হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। আশা করা যাচ্ছে, এ বছরের নভেম্বর মাসে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।

চুক্তি প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের পক্ষ থেকে ট্রানজেকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved