[ অনলাইন ] 2025-07-08
 
এমিরেটস ও ইউএস বাংলাকে বর্ষসেরা এয়ারলাইনের স্বীকৃতি
 

নিয়মিত আকাশভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে এয়ারলাইন অব দা ইয়ার ঘোষণা করা হয়েছে। ফলাফলে দুবাইভিত্তিক এমিরেটস-সেরা এয়ারলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্স-সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন এবং সৌদিয়া কার্গো-সেরা কার্গো এয়ারলাইন নির্বাচিত হয়েছে। সম্ক্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দা ইয়ার ২০২৪’-এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, চলতি বছর অনলাইনে পরিচালিত মতামত জরিপে তিন হাজারের অধিক নিয়মিত আকাশভ্রমণকারী অংশগ্রহণ করেন।

২৩টি ক্যাটাগরিতে এ বছর এয়ারলাইনগুলোকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের ভ্রমণ শিল্পের উন্নয়ন ও প্রসারে অবদানের জন্য গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দীন আহমেদকে জুরি কমিটির বিশেষ বিবেচনায় আজীবন সম্মাননা ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved