Hawkerbd.com     SINCE
 
 
 
 
সূচকের উত্থানে সপ্তাহ শুরু, লেনদেন ৫৭৩ কোটি [ অনলাইন ] 08/07/2025
সূচকের উত্থানে সপ্তাহ শুরু, লেনদেন ৫৭৩ কোটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার,(০৭ জুলাই ২০২৫) মূল্যসূচকের উত্থানে লেনদেন বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮২ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৮ টির, কমেছে ৭৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৫ টি কোম্পানির বাজারদর।

সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। সোমবার দিন শেষে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। গত বৃহস্পতিবারের মতো সোমবার আবার লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ারের।

মূল্যহ্রাসের দিক থেকে সোমবার প্রথম স্থানে আছে রেনউইক যজ্ঞেশ্বর। সোমবার এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৩১ শতাংশ বা ৪২ টাকা। বৃহস্পতিবার দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬৬৪ দশমিক ৯ টাকা। সোমবার দাম কমে হয়েছে ৬২২ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০১৮ ও ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, সোমবার মূল্যহ্রাসের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স। সোমবার কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ১০ শতাংশ বা ১ দশমিক ৫০ টাকা। সোমবার দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ৩৫ টাকা। বৃহস্পতিবার দিন শেষে দাম ছিল ৩৬ দশমিক ৫ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ১ শতাংশ ও ২০২১ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মূল্যহ্রাসের দিক থেকে বৃহস্পতিবারের মতো সোমবার ও তৃতীয় স্থানে আছে লাভেলো। এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৪ দশমিক শূন্য ৫ শতাংশ বা ৩ দশমিক ৯ টাকা। বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৯৬ দশমিক ২ টাকা। সোমবার দিন শেষে দাম কমে হয়েছে ৯২ দশমিক ৩ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

চতুর্থ স্থানে আছে সাইফ পাওয়ার। সোমবার এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৪ শতাংশ বা ৩০ পয়সা। বৃহস্পতিবার দিন শেষে এর দাম ছিল ৭ দশমিক ৫ টাকা। সোমবার দিন শেষে দাম হয়েছে ৭ দশমিক ২ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ১ শতাংশ ও ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পঞ্চম স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৭৬ শতাংশ বা ৭০ পয়সা। বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ১৮ দশমিক ৬ টাকা।

সোমবার দিন শেষে এর দাম হয়েছে ১৭ দশমিক ৯ টাকা। ডিএসইর ওয়েবসাইটে এই কোম্পানির লভ্যাংশের তথ্য নেই।

সোমবার সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। সোমবার দিন শেষে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। গত বৃহস্পতিবারের মতো সোমবার আবার লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ারের।

মূল্যবৃদ্ধির দিক থেকে সোমবার ও প্রথম স্থানে আছে রূপালী ব্যাংক। সোমবার মূল্যবৃদ্ধির তালিকায় ব্যাংকের দাপট দেখা যাচ্ছে। শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি ব্যাংক।

মূল্যবৃদ্ধির দিক থেকে সোমবার ও প্রথম স্থানে আছে রূপালী ব্যাংক। এ নিয়ে টানা দুই দিন মূল্যবৃদ্ধির শীর্ষে এই কোম্পানি। সোমবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ বা ২ দশমিক ১ টাকা। সোমবার দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ২৩ দশমিক ১ টাকা। গত বৃহস্পতিবার দিন শেষে দাম ছিল ২১ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ ও ২০২১ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, সোমবার মূল্যবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। সোমবার এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ বা ১ দশমিক ৯ টাকা। গত বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯ টাকা। সোমবার দিন শেষে দাম হয়েছে ২০ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সোমবার মূল্যবৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে আছে রহিম টেক্সটাইল। সোমবার এই শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ১১ দশমিক ২ টাকা। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১১২ দশমিক ১ টাকা। সোমবার দিন শেষে দাম বেড়ে হয়েছে ১২৩ দশমিক দশমিক ৩ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

চতুর্থ স্থানে আছে এবি ব্যাংক লিমিটেড। সোমবার এই নিটের দাম বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ বা ৬০ পয়সা। বৃহস্পতিবার দিন শেষে এর দাম ছিল ৬ দশমিক ৪ টাকা। সোমবার দিন শেষে দাম হয়েছে ৭ টাকা। কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পঞ্চম স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৯২ শতাংশ বা ৫০ টাকা। বৃহস্পতিবার দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৫ দশমিক ৬ টাকা। সোমবার দিন শেষে দাম হয়েছে ৬ দশমিক ১ টাকা। এই কোম্পানি ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
News Source
 
 
 
 
Today's Other News
• ব্যাংকের শেয়ারে ভর করে দুই মাসের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন
• পাঁচ কার্যদিবসে বিদেশি ও প্রবাসী বিও হিসাব কমেছে প্রায় পাঁচশ’
• বড় উত্থান দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved