Hawkerbd.com     SINCE
 
 
 
 
ঋণ জালিয়াতির মাধ্যমে ৭০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা [ Online ] 01/11/2024
ঋণ জালিয়াতির মাধ্যমে ৭০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ঋণ জালিয়াতির মাধ্যমে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক
চট্টগ্রামে কৃষি ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুইটি করেন সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম।

এসব মামলায় দণ্ডবিধির ৪২০, ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মামলার বাদী দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম।

তিনি বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে পরবর্তীতে পরিশোধ না করে খেলাপি হয়েছেন দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার। মূলত কৃষি ব্যাংকের ওই সময়ের কর্মকর্তাদের যোগসাজশে এই ঋণ জালিয়াতির ঘটনা ঘটে।

এক মামলার আসামিরা হলেন, মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান, কৃষি ব্যাংকের পটিয়া শাখার সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ বাঙালি, ষোলশহর শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক এস কে এস মুরশেদ, সাবেক উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম গোলাম কিবরিয়া খান, প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএভিপি মো. নাছির উদ্দিন এবং মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের প্রোপাইটর মাহবুবুল আলম চৌধুরী। এ মামলায় ৪৮ কোটি ৯৭ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। ২০০৮ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে কৃষি ব্যাংকের ষোলশহর শাখায় এ ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। বর্তমানে সুদ-আসলে ২০৯ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকা পাওনা দাঁড়িয়েছে।

অপর মামলার আসামিরা হলেন, মেসার্স এন এ করপোরেশনের মালিক মোহাম্মদ নুরুল আবছার, কৃষি ব্যাংকের পটিয়া শাখার সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ বাঙালি, ষোলশহর শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক এস কে এস মুরশেদ, এসপিও মোহাম্মদ হাশেম এবং সাবেক উপ-মহাব্যবস্থাপক এ এইচ এম গোলাম কিবরিয়া খান। এ মামলায় ২০ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সালের বিভিন্ন সময়ে একই ব্যাংকে এ ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। বর্তমানে সুদ ও আসল মিলিয়ে পাওনা দাঁড়িয়েছে ৯৪ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা।
News Source
 
 
 
 
Today's Other News
• পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ৪
• মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেপ্তার
• গুলিতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা, ‘পল্লবীর আতঙ্ক' আল ইসলাম গ্রেপ্তার
• রাজশাহীতে ব্যাংকের ভল্ট থেকে কর্মকর্তারা সরিয়েছেন সাড়ে ৩ কোটি টাকা
• সাবেক এমপি নুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
• কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ
• তানভীর ইমামের ২৮ কোটি টাকার সম্পদের খোঁজ, স্ত্রী-মেয়েসহ তলব
• ৬ বছরে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম
• ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩
• প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved