Hawkerbd.com     SINCE
 
 
 
 
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ৪ [ Online ] 01/11/2024
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, আটক ৪
রাজবাড়ীতে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুছ আলী বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম (৩১), একই গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে মোকলেছুর রহমান (৩৫), বালিয়াকান্দি সদর ইউনিয়নের খোর্দমেগচামী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল শেখ (২০) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের নুরুল ইসলাম (৬১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, বালিয়াকান্দি উপজেলার সালখি গ্রামের মো. ওয়াজেদ ফকিরের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) রাজবাড়ী জেলা থেকে পুলিশ কনস্টেবল পদে আবেদন করেন। একই উপজেলায় বাড়ি হওয়ায় হামিদুল, মোকলেছুর, আজিবুল ও তাদের সহযোগী নুরুল ইসলাম তাকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। গত ২৬ অক্টোবর বিকেল ৪টার দিকে তারা রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে বটগাছের নিচে জোবায়েরের কাছ থেকে চাকরির জন্য কিছু খরচ লাগবে বলে দুই হাজার টাকা নেন। পরে বিষয়টি জোবায়ের তার বাবা ওয়াজেদ ফকিরকে জানান। বিষয়টি জানতে পেরে ওয়াজেদ ফকিরের সন্দেহ হলে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন ও ডিবি পুলিশকে জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে অভিযান চালিয়ে হামিদুল ও মোকলেছুরকে গ্রেপ্তার করে। এসময় হামিদুলের কাছ থেকে জোবায়েরের কাছ থেকে নেওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের দুজনের দেওয়া তথ্যমতে ওই দিন রাত আড়াইটার দিকে আজিবুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে জোবায়েরের এসএসসির সার্টিফিকেট ও পুলিশ কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ফটোকপি জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১টি পদ শূন্য রয়েছে। এ ৩১ পদের বিপরীতে আবেদন করেছেন দুই হাজার ৩৩ জন। কনস্টেবল পদে চাকরি প্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা যেন কোনোভাবে কারো প্রলোভনে না পড়েন, কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা যেন তারা না রাখেন- এ ব্যাপারে কারো যদি কোনো আর্থিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।  

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে এখন স্বচ্ছতার সঙ্গে দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আমরা নিয়োগ দিচ্ছি। নতুন করে যারা আমাদের পুলিশ বাহিনীতে নিয়োগ পাবেন, তারা সম্পূর্ণ স্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাবেন।
News Source
 
 
 
 
Today's Other News
• মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেপ্তার
• গুলিতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা, ‘পল্লবীর আতঙ্ক' আল ইসলাম গ্রেপ্তার
• ঋণ জালিয়াতির মাধ্যমে ৭০ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
• রাজশাহীতে ব্যাংকের ভল্ট থেকে কর্মকর্তারা সরিয়েছেন সাড়ে ৩ কোটি টাকা
• সাবেক এমপি নুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
• কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ
• তানভীর ইমামের ২৮ কোটি টাকার সম্পদের খোঁজ, স্ত্রী-মেয়েসহ তলব
• ৬ বছরে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম
• ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, গ্রেপ্তার ১৩
• প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved