[ অনলাইন ] 09/05/2025 |
|
|
|
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ |
 |
|
বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) মো. সাফিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এর আগে গত ৩০ এপ্রিল তাকে চিঠি দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়।
মেজর জেনারেল (অব) মো. সাফিনুল ইসলামের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গঠিত কমিটির দলনেতা ও দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, ‘চিঠি দেওয়ার পর বৃহস্পতিবার দুদকে হাজির হয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন।’
উল্লেখ্য, মেজর জেনারেল (অব) মো. সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|