Hawkerbd.com     SINCE
 
 
 
 
১১ হাজারের ট্যাব ৫৯ হাজার টাকায় কেনার প্রস্তাব [ অনলাইন ] 09/05/2025
১১ হাজারের ট্যাব ৫৯ হাজার টাকায় কেনার প্রস্তাব
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পারিবারিক আয়-ব্যয় জরিপ এবং দারিদ্র্য মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এজন্য নতুন একটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় ১৫০টি ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব কিনতে চায় সংস্থাটি, যার প্রতিটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৩০০ টাকা। অথচ মাত্র দুই বছর আগে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে জরিপের জন্য ট্যাব কেনা হয়েছিল মাত্র ১১ হাজার ৩৩৬ টাকায়। এ ছাড়া বিপুল মূল্যে ট্যাব কেনার পাশাপাশি অন্যান্য পণ্য কেনাকাটাতেও অস্বাভাবিক ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, জাতীয় পরিসংখ্যান সংস্থা ‘বাংলাদেশ পভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস (বিপিএলএস)’ প্রকল্পের জন্য অস্বাভাবিকভাবে বেশি দামে ট্যাবলেট কেনার প্রস্তাব করেছে। এর মাধ্যমে পারিবারিক আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) পরিচালনা করা হবে এবং দারিদ্র্য মানচিত্র তৈরি করা হবে। এই প্রকল্পের আওতায় ১৫০টি ট্যাব কিনতে চায় সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য বিভাগ (এসআইডি) সম্প্রতি পরিকল্পনা কমিশনে নতুন এই উদ্যোগের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পটি ২০২৮ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করতে চায় বিবিএস।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, এই প্রকল্প বিবিএস নিজস্ব বাজেট থেকেই করতে পারে। প্রকল্প প্রস্তাবের অধিকাংশ ব্যয় অপ্রয়োজনীয়। এই কাজের জন্য প্রকল্প না নিলে প্রস্তাবিত ব্যয়ের এক-তৃতীয়াংশ টাকাও লাগত না।

প্রস্তাবনা ব্যয় বিভাজন পর্যালোচনায় দেখা গেছে, ৭ কোটি ২৩ লাখ টাকা বা ২৩ শতাংশ জরিপ কার্যক্রমের জন্য ধরা হয়েছে। বাকি ২৪ কোটি ২২ লাখ টাকা বা ৭৭ শতাংশ অন্যান্য ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রস্তাবে অনিয়মিত কর্মীদের জন্য ৮ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ৬ কোটি ৬৫ লাখ টাকা বেতনভোগী এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বেতনের জন্য এবং ১ কোটি ৬১ লাখ টাকা মহিলা সহায়কদের বেতনের জন্য বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া, এসআইডি সম্মানী ভাতার জন্য ৮২ লাখ টাকা, সেমিনার এবং সম্মেলনের জন্য এক কোটি টাকার বেশি, আউটসোর্সিংয়ের জন্য ১ কোটি ৬৬ লাখ টাকা, প্রশিক্ষণের জন্য ১ কোটি ১২ লাখ টাকা এবং পরামর্শের জন্য ১ কোটি ৫৬ লাখ টাকা চাওয়া হয়েছে।

বিবিএস সূত্রে জানা গেছে, জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনার জন্য ৪ লাখের বেশি ট্যাবলেট কেনা হয়েছে, যার প্রতিটির দাম ১১ হাজার ৩৩৬ টাকা।

নতুন প্রকল্পের জন্য যেসব ট্যাব কেনার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর মডেল বা ধরন সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দিষ্ট করতে পারেননি। তবে এক কর্মকর্তা জানান, নতুন প্রকল্পে ট্যাব ব্যবহার করা হবে এক বছরেরও বেশি সময় ধরে, যেখানে আগের জনশুমারিতে তা ব্যবহৃত হয়েছিল মাত্র সাত দিন।

বিষয়টি অবহিত করে মন্তব্য জানতে চাইলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (এসআইডি) সচিব আলেয়া আক্তার কালবেলাকে বলেন, ট্যাবলেটের জন্য প্রস্তাবিত ব্যয় বেশি বলে মনে হচ্ছে। বিস্তারিত না দেখে কথা বলা ঠিক হবে না। মোট প্রকল্পের সঙ্গে সম্পর্কিত মূল কার্যক্রমের তুলনায় অন্যান্য ব্যয় যাতে বেশি না হয়, সেটি খতিয়ে দেখা হবে। বিস্তারিত পর্যালোচনার পর প্রকল্প ব্যয় নিয়ে চূড়ান্ত মত দেওয়া হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• ডিসি-এসপি সেজে প্রতারণা, অবশেষে পুলিশের হাতে ধরা
• ২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
• ছাত্রলীগ নেতাকে আটকে চাঁদাবাজি, ফাঁসলেন ছাত্রদল পরিচয়ধারী ৩ জন
• সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ক্যাশিয়ার মোশাররফের নিয়ন্ত্রণে চাঁদাবাজি
• কামাল জামান মোল্লার বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান
• কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার
• টাকা দ্বিগুণের প্রলোভন দিয়ে সাড়ে ৭ কোটি টাকা নিয়ে উধাও এমডি
• সাবেক মন্ত্রীর ছায়ায় অঢেল সম্পদ গড়েন ওসি রবিউল
• সাবেক এমপি কিরণের ব্যাংক হিসাবে ২১১ কোটি টাকা লেনদেন
• বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved