[ Online ] 09/05/2025 |
|
|
|
সাবেক এমপি কিরণের ব্যাংক হিসাবে ২১১ কোটি টাকা লেনদেন |
 |
|
সাবেক সংসদ সদস্য (এমপি) মামুনুর রশীদ কিরণের ব্যাংক হিসাবে ২১১ কোটি ৫৬ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন এবং অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৩ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলা দুটি হয়।
দুদকের তথ্যমতে, নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি মামুনুর রশীদ কিরণ একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজের ভোগ দখলে রাখেন। এ ছাড়া তার ২২টি ব্যাংক হিসাবে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধে একটি মামলা হয়েছে।
অন্য মামলার এজাহারে বলা হয়, মামুনুর রশীদ কিরণ এমপি থাকাকালে তার স্ত্রী জেসমিন আক্তার স্বামীর প্রভাব কাজে লাগিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় সাবেক এমপি কিরণকে এ মামলায় আসামি করা হয়। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|