কখনো জেলা প্রশাসক (ডিসি), কখনো পুলিশ সুপার (এসপি) পরিচয়ে নিজেকে উপস্থাপন করে প্রতারণা করতেন সাইদুর রহমান বিপ্লব (৩৩)। দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে বরিশাল শহর থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বিপ্লব লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের ময়েদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বুধবার (৭ মে) বিকেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিপ্লবের বিরুদ্ধে ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাইবান্ধা, গাজীপুর, শেরপুর ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় অন্তত ৮টি প্রতারণার মামলা রয়েছে। ২০১৪ সালে ডিসি সেজে ধরা পড়েছিলেন, সেবার দুই মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব তার পূর্বের প্রতারণার বিষয়গুলো স্বীকার করেছেন। তার সঙ্গে আরও একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।
প্রতারক বিপ্লবকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।