Hawkerbd.com     SINCE
 
 
 
 
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্তাদের পেছনে দুদক [ অনলাইন ] 12/07/2025
ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্তাদের পেছনে দুদক
আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্পগ্রুপ ও খেলাপি ঋণগ্রহীতাদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে আর্থিক খাতের বড় অনিয়মে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর, চার ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা খুঁজছে সংস্থাটি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত অন্তত ২৩ ধরনের তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের উপপরিচালক মোমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে গত ১৫ বছরে ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগ-সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে দুদক যাঁদের বিষয়ে তথ্য চেয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও আবু ফরাহ মোহাম্মদ নাছের এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও কাজী সায়েদুর রহমান। এই ৯ জন গত ১৫ বছরের বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালন করেন। তাঁদের দায়িত্ব পালনকালীন নতুন ব্যাংকের অনুমোদন-সংক্রান্ত তথ্য, জারি করা সব ঋণ নীতিমালা, ঋণ প্রদানের তথ্য, অর্থ পাচার-সংক্রান্ত তথ্য, রিজার্ভ থেকে ব্যবসায়ীদের ডলার প্রদান-সংক্রান্ত নোটিশসহ নথি এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো অভ্যন্তরীণ তদন্ত হয়ে থাকলে সেসব প্রতিবেদনের সত্যায়িত কপি চেয়েছে দুদক।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণখেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ দিয়ে বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘আর্থিক অনিয়ম নিয়ে কমিশনে অনেকগুলো টিম কাজ করছে। ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেখানে দুদক, বাংলাদেশ ব্যাংকসহ আরও কয়েকটি সংস্থা কাজ করছে। এ ছাড়া আরও অনেকগুলো টিম কাজ করছে, বিশেষ করে অর্থ পাচার ও আর্থিক অনিয়ম-সংক্রান্ত। এসব অনুসন্ধান শেষ হলে আমরা সব গণমাধ্যমে তুলে ধরব।’

২০০৯ সাল থেকে খেলাপি ঋণ নিয়মিত করার জন্য জারি করা নীতিমালা ও নতুন নীতিমালা চালু হওয়ার পরিপ্রেক্ষিতে সুবিধা পাওয়া বেক্সিমকো গ্রুপ, এম আর গ্রুপ, রতনপুর গ্রুপ, কেয়া গ্রুপ, যমুনা গ্রুপ, থার্মেক্স গ্রুপ, সিকদার গ্রুপ, বিপিএস গ্রুপ, আব্দুল মোনেম লিমিটেড, অ্যানন টেক্স গ্রুপসহ যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সুবিধা পেয়েছে, সেসব প্রতিষ্ঠানের নাম, মালিকের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ঋণের পরিমাণ ও ঋণের বর্তমান অবস্থার তথ্য চেয়েছে দুদক। এ ছাড়া ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অনুমোদন পাওয়া মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও দ্য ফারমার্স ব্যাংকের অনুমোদন-সংক্রান্ত নোটিশ, নথি ও পরিপত্র প্রজ্ঞাপনের তথ্য জানতে চেয়েছে সংস্থাটি।

অন্যদিকে সালমান এফ রহমানের চিঠির পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন-সংক্রান্ত নীতিমালা, ২০১৫ প্রণয়নের নোটিশ ও নথি; ২০০৯ সালের পর জারিকৃত ব্যাংক পরিদর্শন-সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি এবং উক্ত নীতিমালা প্রণয়ন ও জারি-সংক্রান্ত নথি, ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় ও মালিকানা নিয়ন্ত্রণ-সংক্রান্ত নোটিশ ও পরিপত্রের সত্যায়িত কপি এবং এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত হলে তার প্রতিবেদনও চাওয়া হয়েছে দুদকের চিঠিতে। একইভাবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলাপি ঋণগ্রহীতাদের ঋণপ্রাপ্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শাখা, ঋণগ্রহীতার নাম, ঠিকানা, ঋণের পরিমাণ, খেলাপি ঋণের অবস্থা ও বর্তমান পরিস্থিতি-সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে।

দেশের অর্থনৈতিক কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর, ডেপুটি গভর্নর ও বিএফআইইউর শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে একটি দেশের আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিরা এমন অপরাধে জড়িয়ে পড়েন। আইনের শাসন না থাকা এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে দিনের পর দিন দুর্নীতি বেড়েছে। সুশাসনই পারে এর থেকে পরিত্রাণ দিতে। এসব বিষয়ে দুদককেও কার্যকর ভূমিকা রাখতে হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• দুর্নীতির অভিযোগ: পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
• দুর্নীতির অভিযোগে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল ডব্লিউএইচও
• চাকরি দেয়ার নামে প্রতারণা, ভুয়া নারী সেনা কর্মকর্তা গ্রেপ্তার
• স্বর্ণ দিয়ে প্রতারণা, চক্রের তিন সদস্য গ্রেপ্তার
• উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিন ভুয়া পরীক্ষার্থী আটক
• সীমান্তে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
• জনতা ব্যাংকের শীর্ষ ৮ লুটেরার বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু
• বারকাতের সময়েই লুটপাট শুরু
• প্রকাশ্যে গুলি ও রগ কেটে খুন
• দুর্নীতি মামলায় আবুল বারকাত কারাগারে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved