[ অনলাইন ] 13/07/2025 |
|
|
|
ভুয়া অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাৎ, ব্যাংক ম্যানেজারসহ তিনজন কারাগারে |
 |
|
পঞ্চগড়ে একটি জমি দখলের চেষ্টায় ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তা ও এক অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- ঢাকার আগারগাঁও পরিবেশ ভবন শাখার অগ্রণী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন, প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদ এবং পঞ্চগড় বিএম কলেজের অধ্যক্ষ মো. দিলদার হোসেন (দিলু)। তারা বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে রয়েছেন।
পঞ্চগড় আদালতে জামিন নিতে গিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাংক কর্মকর্তা ফিরোজ উদ্দিন ও শাহবুদ্দিন মাহমুদ আটক হন। একই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা অধ্যক্ষ দিলদার হোসেনকে প্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে আটক করে ডিবি (ডিএমপি) পুলিশ। পরে তাকে শুক্রবার (১১ জুলাই) আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার বাদী মির্জা আব্দুল বাকী, বাংলাদেশ সচিবালয়ের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। অভিযোগে তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র তার জমি দখলের ষড়যন্ত্রে ভুয়া কাগজপত্র তৈরি করে, জাল বায়নামা ও জাল অ্যাফিডেভিট ব্যবহার করে একাধিক ভুয়া মামলা দায়ের করে।
চক্রটি মির্জা বাকীর নামে অগ্রণী ব্যাংকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এবং ওই অ্যাকাউন্টের মাধ্যমে ২০ লাখ টাকা উত্তোলনের চেষ্টা করে। সন্দেহ হলে ব্যাংক কর্তৃপক্ষ চেক বাতিল করে দেয় এবং বিষয়টি বাদীকে অবহিত করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশিষ কুমার শীল জানান, অধ্যক্ষ দিলদার হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয় এবং ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে পঞ্চগড় আদালতের কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার জানান, ব্যাংক কর্মকর্তারা জামিন নিতে এলে তাদের গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী মির্জা আব্দুল বাকী জানান, আসামি আনোয়ার হোসেন ভুয়া চেক নিয়ে পঞ্চগড় সোনালী ব্যাংকে ২০ লাখ টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজার সন্দেহ করে আমাকে জানান। আমি জানাই, এটি জাল অ্যাকাউন্ট। পরে ওই চেক বাতিল করা হয়। একই চেক দিয়ে চক্রটি বিভিন্ন জেলায় অর্থ উত্তোলনের চেষ্টা করেছে।
এই ঘটনায় তিনি আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, জসিম উদ্দিনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|