Hawkerbd.com     SINCE
 
 
 
 
কবিরহাট সাবেক মেয়রের স্ত্রী দুদকের মামলায় কারাগারে [ অনলাইন ] 14/07/2025
কবিরহাট সাবেক মেয়রের স্ত্রী দুদকের মামলায় কারাগারে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জাহিরুল হক রায়হান এবং তার স্ত্রী সামিয়া শারমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ জুলাই) দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। মামলায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের স্ত্রী আদালতে হাজির হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

দুদক নোয়াখালীর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্মায় চক্রবর্তী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে আরও দুই মেয়াদে এই পদে মেয়র নির্বাচিত হন । 
 
২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি মেয়রের দায়িত্বে ছিলেন। মেয়র থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।
 
প্রাথমিক অনুসন্ধানে দুদক জাহিরুল হক রায়হান এবং তার স্ত্রী সামিয়া শারমিন, যিনি একজন গৃহিণী, তাদের আয়ের কোনো বৈধ উৎস বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। 
 
এরপরও নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় জমি সহ একটি চারতলা বাড়ি পাওয়া গেছে। দুদকের যাচাইকালে ওই বাড়ির নির্মাণ ব্যয় ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে আরও দেখা যায় যে, জাহিরুল হক রায়হান এবং সামিয়া শারমিন পরস্পর যোগসাজশে এই স্থাবর সম্পত্তি অবৈধভাবে অর্জন ও ভোগদখল করেছেন।

এ মামলায় গত বৃহস্পতিবার কবিরহাট পৌরসভা সাবেক মেয়রে জহিরুল হক রায়হানের স্ত্রী সামিয়া শারমিন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। 

জাহিরুল হক রায়হান কবিরহাট উপজেলা আওয়ামী লীগর সাধারন সম্পাদক।বর্তমানে তিনি পালাতক রয়েছে।
News Source
 
 
 
 
Today's Other News
• ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান
• বৃত্তি জালিয়াতি করা সেই শিক্ষা কর্মকর্তা বরখাস্ত
• পাচারের সময় দুই কোটি টাকার সোনার বারসহ আটক তিন
• ১০৮ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা
• সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা
• পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া
• ১০৮ কোটি টাকার লেনদেন, ফজলে করিমের বিরুদ্ধে মামলা
• মিটারের ব্যাটারি আমদানিতে শতকোটি টাকার শুল্ক ফাঁকি
• পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া
• টিউলিপসহ তিন আসামির মধ্যে একজনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved