Hawkerbd.com     SINCE
 
 
 
 
নৌবাহিনীকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়ার সুপারিশ [ অনলাইন ] 03/07/2025
নৌবাহিনীকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়ার সুপারিশ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দেয়ার সুপারিশ করেছে সরকার।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দেয়ার সুপারিশ করেছে সরকার। গতকাল মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘সরকার মনে করছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হলে কার্যক্রমে শৃঙ্খলা আসবে।’ তিনি বলেন, ‘টার্মিনালে কর্মরত কারো চাকরি নিয়ে উদ্বেগের কারণ নেই। প্রয়োজনে নৌবাহিনী আগের অভিজ্ঞ অপারেটরদের সহায়তা নিতে পারবে।’

উপদেষ্টা বলেন, ‘বন্দরের বিষয়ে কোনো বিদেশী কোম্পানির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। সরকার কখনই জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে না। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’

উপদেষ্টা নিশ্চিত করেন, আন্তর্জাতিক মানের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। এ ধরনের অংশীদারত্ব হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে, নির্দিষ্ট মেয়াদে এবং চুক্তিভিত্তিক। এখানে সম্পূর্ণ কর্তৃত্ব ও মালিকানা থাকবে বাংলাদেশের হাতেই।

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আন্তর্জাতিক মানের অপারেটর যুক্ত হলে বন্দরের কার্যক্রমে গতি আসবে, পণ্য খালাসের সময় কমবে, বড় জাহাজ ভিড়বে, নতুন নৌ-রুট চালু হবে এবং জাহাজ ভাড়াও কমে আসবে। বর্তমানে যেখানে প্রতিদিন চার-পাঁচ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়, ভবিষ্যতে তা ছয় হাজারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। এতে বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়বে। তিনি জানান, বন্দরের অন্যান্য কার্যক্রমে সাইফ পাওয়ারটেকের সঙ্গে চলমান চুক্তিগুলো অপরিবর্তিত থাকবে।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
News Source
 
 
 
 
Today's Other News
• সীমিত মানিচেঞ্জার সনদ ইস্যুতে নতুন গাইডলাইন দিল বাংলাদেশ ব্যাংক
• বেসরকারি খাতে ঋণপ্রবাহ ৭ শতাংশেরও কম
• ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, সাধারণ ছুটি ঘোষণা
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved