[ অনলাইন ] 03/07/2025 |
|
|
|
সীমিত মানিচেঞ্জার সনদ ইস্যুতে নতুন গাইডলাইন দিল বাংলাদেশ ব্যাংক |
 |
|
সীমিত মানিচেঞ্জার সেবা পরিচালনার জন্য দেশের তফসিলি ব্যাংকের শাখা, বুথ, হোটেল, গিফট শপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সনদ ইস্যু, নবায়ন, কার্যক্রমের পরিধি এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকসমূহ সীমিত মানিচেঞ্জারের সনদ ইস্যুর ক্ষেত্রে যোগ্যতা, কার্যপরিধি, নবায়ন প্রক্রিয়া ও দায়বদ্ধতার শর্ত যথাযথভাবে মেনে চলবে। সনদের জন্য এডি ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে আবেদন করতে হবে।
অনুমোদিত ব্যাংক শাখা বা বুথের জন্য বৈদেশিক লেনদেন সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষিত জনবল, নিরাপত্তা ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি অবকাঠামো ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিবরণ দাখিলের শর্ত রাখা হয়েছে। অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন), ব্যবসা নিবন্ধন সনদসহ প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করতে হবে।
নবায়নের ক্ষেত্রে নিবন্ধিত কোম্পানির জন্য রেজিস্ট্রেশন সনদ, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন, বিগত বছরের আর্থিক বিবরণী এবং মালিকানা বা ভাড়াকৃত স্থানের দলিলপত্রের কপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক অনাপত্তি পাওয়ার পর ৫০ হাজার টাকা (অফেরতযোগ্য) ফি পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট বিভাগে জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুমোদিত ব্যাংক শাখা বা বুথের সনদ হস্তান্তরযোগ্য নয় এবং এই লাইসেন্সের আওতায় বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়, বিদেশগামীদের পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট, এনক্যাশমেন্টসহ অনুমোদিত লেনদেন পরিচালনা করা যাবে।
লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যবসায়িক ঠিকানা পরিবর্তন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। গৃহীত বৈদেশিক মুদ্রা অবশ্যই পরবর্তী কর্মদিবসে স্থানীয় মুদ্রায় রূপান্তর করতে হবে, তবে লেনদেনের সুবিধার্থে সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার বা সমমানের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সীমিত মানিচেঞ্জার সনদ ইস্যু বা বাতিলের পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের কাছেই থাকবে। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|