[ অনলাইন ] 16/07/2025 |
|
|
|
২২ ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক |
 |
|
ডলারের দরপতন ঠেকাতে ২২ ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার নিলামে কেনা প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৫০ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
যদিও গতকাল ডলারের মূল্য ছিল ১২০ টাকা ১০ পয়সা।
কর্মকর্তারা জানান, নতুন কেনা ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, গত ১০ জুলাই পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে রিজার্ভ ছিল ২১ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
গত সপ্তাহে ডলারের দাম টাকার তুলনায় কমছিল। দরপতন সামাল দিতে বাংলাদেশ ব্যাংক গত সোমবার ১৮ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনেছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৈদেশিক মুদ্রাবাজারে অতিরিক্ত অস্থিতিশীলতা ঠেকাতেই আমরা হস্তক্ষেপ করেছি।'
'আমরা বাজার স্থিতিশীল রাখতে চাই, কারণ অতিরিক্ত দরপতন বা দরবৃদ্ধি—দুটিই নেতিবাচক। ডলারের দাম খুব বেশি পড়ে গেলে রপ্তানিকারক ও প্রবাসীদের আগ্রহ কমে যায়,' বলেন তিনি।
তবে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন সমালোচনা করে বলেন, 'উচ্চ মূল্যস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপের যৌক্তিকতা নেই। ডলারের দাম আরও কমতে থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারত।' |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|