Hawkerbd.com     SINCE
 
 
 
 
অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাকড, তথ্য ফাঁসের শঙ্কা [ অনলাইন ] 30/06/2024
অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাকড, তথ্য ফাঁসের শঙ্কা
রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকের কিছু কর্মীর ই-মেইল হেকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে কিছু তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে। সিকিউরিটি বিল নামে একটি হ্যাকার গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরি করেছে বলে দাবি করেছে। এ বিষয়ে হ্যাকাররা অর্থও দাবি করে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি বলছে, পুরো সার্ভার হ্যাকারের কবলে পড়েনি। কিছু কর্মীর ই-মেইল আইডির হ্যাকারের হাতে গেলেও সেটি রিকভারি হয়েছে।

জানা গেছে, কিল সিকিউরিটি নামের হ্যাকার গ্রুপটি অগ্রণী ব্যাংকের ১২ হাজারের বেশি তথ্য হ্যাক করেছে। টেলিগ্রাম মাধ্যমে গত ১৭ মে হ্যাকাররা বার্তা দিয়ে জানায় যে, পাঁচ হাজার ইউরো তাদের না দিলে এসব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেয়ে হ্যাকার গ্রুপ ডার্ক ওয়েবে গত ৬ জুন তথ্যগুলো ফাঁস করে দেয়।

ব্যাংকটির একটি সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের কিছু তথ্য ফাঁসের দাবি করে একটি হ্যাকার গ্রুপ অর্থ দাবি করেছিল। বড় ধরনের হ্যাকের কোনো ঘটনা ঘটেনি, কয়েকজন কর্মীর ই-মেইল আইডি হ্যাকড হয়েছিল।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশিদুল কবিরকে মোবাইল ফোনে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ নিয়ে হোয়াটসঅ্যাপে এসএমএস লিখে জবাব চাওয়া হলেও তিনি সিন করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া  যাচ্ছিল না। আমরা ভেবেছি আইটি ভেন্ডার কোম্পানির সাথে চুক্তি নিয়ে নেগোসিয়েশন চলছে। এখন ভেতরে ভেতরে হ্যাকারের আক্রমণের কথা শুনেছি। তবে এখন কাজ করছে, সার্ভার স্লো আর নেই।

আইটি বিভাগের এক কর্মকর্তা জানান, অগ্রণী ব্যাংকের আইটি শক্তিশালীই ছিল। আইটিসংক্রান্ত ক্রয় কমিটির পাওয়ার এইচআর জিএম ওপরে ছিল। তবে আইটি প্রধান শাহিনুর ইসলামের বিরুদ্ধে সফটওয়্যার কেনাকাটায় অনিয়ম পাওয়ার পর ক্রয় কমিটির ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর থেকেই তিনি আরও উদাসীন হয়ে পড়েন। সার্ভার হ্যাকের জন্য তার (আইটি প্রধান) উদাসীনতাকে দায়ী করেন ব্যাংকটির কর্মকর্তারা।

এ বিষয়ে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং আইটি বিভাগের দায়িত্বে থাকা ডিএমডি আব্দুর রহমান গাজী বলেন, বড় ধরনের কোনো হ্যাকের ঘটনা না ঘটলেও কিছু কর্মীর ই-মেইল হ্যাকড হয়েছিল। পরে আমরা তা রিকভারি করতে সক্ষম হয়েছি।
News Source
 
 
 
 
Today's Other News
• উড়ন্ত বিমান থেকে ঝাঁপ: বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের আশিক
• মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
• ভারসাম্যপূর্ণ রিজার্ভ ও বৈদেশিক ঋণ, দুই-ই চ্যালেঞ্জ
• ঋণ-আমানতে সোনালীকে ছাড়িয়ে ইসলামী ব্যাংক এখন সর্ববৃহৎ
• যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর প্রত্যাশা বেড়েছে
• প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের ব্যাখ্যা
• নিয়ম না মেনে চার গ্রুপের ৬৪৯৭ কোটির সুদ মাফ
• ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ অনুমোদন
• স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৯৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
• আমানত কমছে শরীয়াহ ব্যাংকের, ধার নিয়ে চলছে ৬টি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved