Hawkerbd.com     SINCE
 
 
 
 
খুলনা বিভাগে শিল্পায়নে ব্যাংকগুলো ভূমিকা রাখতে পারছে না [ অনলাইন ] 07/07/2024
যশোরে গ্রাহক সচেতনতা সপ্তাহ উদ্বোধন
খুলনা বিভাগে শিল্পায়নে ব্যাংকগুলো ভূমিকা রাখতে পারছে না
খুলনা বিভাগের জেলাগুলোয় শিল্পায়নে ব্যাংকগুলো কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। গতকাল যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ অভিযোগ করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা ব্যাংক পিএলসি।

বক্তারা জানান, ব্যাংকগুলো খুলনা বিভাগ থেকে আমানত সংগ্রহ করে ঢাকা-চট্টগ্রামের গ্রাহকদের ঋণ দিচ্ছে। এখানকার আমানত দিয়ে এ অঞ্চলের গ্রাহকদের ঋণ দিতে হবে। এ আমানতের দাবিদার এখানকার গ্রাহকরা।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, এখানকার জেলাগুলোয় বিপুল ফসল ও সবজি উৎপাদন হলেও ব্যাংকগুলো কৃষকদের ঋণ দিচ্ছে না। এ কারণে অনেক ব্যাংককে জরিমানা করা হচ্ছে। খুলনা বিভাগের উৎপাদিত সবজি ও ফুল সারা দেশে যাচ্ছে। এ অঞ্চলে বিপুল পরিমাণ ধান-পাট উৎপাদন হয়ে থাকে। অথচ এখানকার কৃষকরা স্বল্প সুদে ব্যাংক ঋণ পাচ্ছে না।

বক্তারা জানান, কিছু ব্যাংক গ্রাহকদের ঠকাচ্ছে। তারা ডিপোজিটে যা পাওনা তা গ্রাহকদের দিচ্ছে না। এজন্য বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সচেতন করতে কাজ করছে। অথচ একটি দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি হলো শক্তিশালী ব্যাংক খাত। ব্যাংকারদের গ্রাহকদের সঙ্গে সেতুবন্ধ গড়ে তুলতে হবে। তাহলে দেশের ব্যাংক খাত অনেক দূর এগিয়ে যাবে।

তারা বলেন, প্রযুক্তির কারণে গ্রাহকরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি প্রতারণারও শিকার হচ্ছেন। এসব ঘটনায় গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করছেন। এজন্য ব্যাংকারদের সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন গ্রাহকের আমানত জালিয়াতি করে কেউ হাতিয়ে নিতে না পারে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিচালক (এফআইসিএসডি) শায়েমা ইসলাম ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) একেএম শাহনেওয়াজ। এ সময় খুলনা বিভাগের সরকারি-বেসরকারি সব ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
News Source
 
 
 
 
Today's Other News
• ক্ষুদ্র ঋণগ্রহীতা নিয়েছে ২২ শতাংশ ঋণ
• আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সঙ্গে এইচবিআরআই'র সমঝোতা চুক্তি
• এইচবিআরআইয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর
• এইচবিআরআইয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর
• এক্সিম ব্যাংকে ৪৫০ কোটি টাকা খেলাপি বিনিয়োগ আদায়
• এক্সিম ব্যাংকে ৪৫০ কোটি টাকা খেলাপি বিনিয়োগ আদায়
• যে শর্তে তারল্য সহায়তা পেল চার ব্যাংক
• বিনিয়োগকারীদের আগ্রহ বেশি সঞ্চয়পত্রেই
• বিদেশি বিমান কোম্পানির গ্যারান্টি সেবা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
• আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সঙ্গে এইচবিআরআই'র সমঝোতা চুক্তি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved