Hawkerbd.com     SINCE
 
 
 
 
thebusinessdaily.net [ অনলাইন ] 28/09/2024
সাউথইস্ট ব্যাংকে ফিরেছেন পুরোনো তিন উদ্যোক্তা

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরেছেন পুরোনো তিন উদ্যোক্তা পরিচালক। তাঁরা হলেন সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান। ২০২২ সালে তাঁরা পর্ষদ থেকে বাদ পড়েছিলেন। সরকার পরিবর্তনের পর তাঁরা পর্ষদে যুক্ত হন এবং গতকাল বুধবার ব্যাংকটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নেন। এই সভায় পদত্যাগ করেন বর্তমান চেয়ারম্যানসহ তিন পরিচালক।

জানা গেছে, ২০০৪ সাল থেকে টানা সাউথইস্ট ব্যাংকের চেয়াম্যানের দায়িত্বে আছেন আলমগীর কবির। এই পদে থেকে তিনি বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার পাশাপাশি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্ষদে যুক্ত করেন বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালের জুনে ব্যাংকটির পরিচালক পদে যুক্ত হন আঞ্জুমান আরা শহীদ। তিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী। আঞ্জুমান আরা শহীদ এর আগে আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। চৌধুরী নাফিজ সরাফাত ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি পদ ফিরে পান এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, রেহানা রহমানসহ ১২ জন ট্রাস্টি। তাঁদের ২০২২ সালের আগস্টে ট্রাস্টি বোর্ড থেকে বাদ দেওয়া হয়। পদ ফিরে পাওয়ার পর আজিম উদ্দিন আহমেদ এরই মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন।

এম এ কাশেম, আজিম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে বাদ পড়ার পরপরই সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি পদ ফিরে পাওয়ার পর তাঁরা এখন সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদও ফিরে পেয়েছেন। এর মধ্যে এম এ কাশেম নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন। তিনি ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি।

গতকাল বুধবার সাউথইস্ট ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান আলমগীর কবির, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধি মনিরুজ্জামান খান ও এশিয়া ইনস্যুরেন্সের প্রতিনিধি রফিকুল ইসলাম পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। আলমগীর কবির আর ব্যাংকের চেয়ারম্যান পদে না থাকারও ঘোষণা দেন। এজিএমে অংশ নেননি আঞ্জুমান আরা শহীদ। তিনিও পরিচালক পদ হারাচ্ছেন।

এজিএমে সাউথইস্ট ব্যাংক ২০২৩ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ।

এজিএমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকিকুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম, সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, পরিচালক দুলুমা আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান ও নাসির উদ্দিন আহমেদ; প্রতিনিধি পরিচালক রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন অংশ নেন।

এদিকে ব্যাংকটির ওয়েবসাইট থেকে পরিচালকদের নাম সরিয়ে ফেলা হয়েছে। একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, পুরোনো তিন পরিচালক পর্ষদে যুক্ত হয়েছেন। বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সেটি সম্পন্ন হলেই ওয়েবসাইটে আবার পরিচালকদের নাম প্রকাশ করা হবে।

এ নিয়ে জানতে ব্যাংকটির এমডি নুরুদ্দীন মো. ছাদেক হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
News Source
 
 
 
 
Today's Other News
• বিএফ শাহীন কলেজ চট্টগ্রামের সঙ্গে ইউসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর
• বিএফ শাহীন কলেজ চট্টগ্রামের সঙ্গে ইউসিবির চুক্তি
• ২৪ দিনে ৩৫০ কোটি টাকার মন্দ ঋণ আদায় করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
• ভোট জালিয়াতির মাধ্যমে সাউথইস্ট ব্যাংকে পরিচালক পুনঃনিয়োগ
• বাজারভিত্তিক সুদহার চালুর দুই দিক
• শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি পেলো ৩৫০ শিক্ষার্থী
• ৩৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক
• বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সঙ্গে ইউসিবির চুক্তি
• মাস্টারকার্ডের পুরস্কার পেলেন ঢাকা ব্যাংকের গ্রাহক
• ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved