[ অনলাইন ] 01/11/2024 |
|
|
|
কিশোরগঞ্জে ন্যাশনাল ব্যাংকের শাখায় লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক |
|
|
কিশোরগঞ্জের ন্যাশনাল ব্যাংকে লেনদেন বন্ধ হয়ে আছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। নতুন করে আমানত জমা না হওয়ায় বা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতেও পারছেন না তারা।
বৃহস্পতিবার জেলা শহরের বড়বাজার শাখায় গিয়ে দেখা গেছে, টাকা তুলতে না পেরে ব্যাংকের স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন কোন কোন গ্রাহক।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান জানান, বড় বড় ঋণ খেলাপির ব্যাংক হিসাব জব্দের করার কারণে এবং ব্যাংক সম্পর্কে কিছু নেতিবাচক প্রচারণার কারণ গ্রাহকরা টাকা জমা দিতে চাচ্ছেন না। ফলে কেউ টাকা উত্তোলন করতে আসলেও দেওয়া যাচ্ছে না। অনলাইনেও লেনদেন বন্ধ হয়ে আছে।
বড়বাজার শাখায় দেখা গেছে, বেশ কিছু গ্রাহক তাদের জরুরি প্রয়োজনের কথা বলে চেক নিয়ে এসভিপি লুৎফর রহমানের কক্ষে গিয়ে টাকা প্রদানের জন্য অনুরোধ করছেন। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করছেন।
মেরিনা আফরোজ নামে একজন গ্রাহক জানান, ডিপিএস ভাঙিয়ে পরিবারের এক সদস্যকে নিয়ে ভারতে চিকিৎসা করাতে যাবেন তিনি। তাকেও টাকা দিতে অপারগতা প্রকাশ করছে ব্যাংক কর্তৃপক্ষ।
বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পাইকারি ব্যবসায়ী ওসমান ফারুক জানান, তিনিসহ বড়বাজারের সকল ব্যবসায়ী হিসাব খুলেছেন এই শাখায়। সবাই এই শাখায় টাকা জমা রাখতেন। অথচ বেশ কিছুদিন যাবত তিনিসহ কোনো ব্যবসায়ী এই ব্যাংকে টাকা জমা দিচ্ছেন না। অন্য ব্যাংকে লেনদেন করছেন।
ব্যাংকের এসভিপি লুৎফর রহমান বলেন, ৬টি ব্যাংকে এরকম সমস্যা হচ্ছে। তবে স্টাফদের বেতন নিয়মিত হচ্ছে বলে জানান তিনি। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
|
|