[ অনলাইন ] 24/11/2024 |
|
|
|
এনসিএল টি-টোয়েন্টিতে থাকছে চমক |
|
|
জাতীয় ক্রিকেট লিগের আসর শুরু হয়েছিল গত মাসে। এনসিএলের পরই প্রথমবার পর্দা উঠবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের। যার সূচি বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএলের ঠিক আগে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে মূলত দেশীয় খেলোয়াড়দের সুযোগ করে দিতে চায় বিসিবি।
বিপিএলের বাইরে দেশে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান এবারই প্রথম দেখা গেল। ইতোমধ্যে এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। ফারুক আহমেদের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। এছাড়া ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং আমিন খান। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে, যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর।
টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এই টুর্নামেন্টকে বিপিএলের পূর্বপ্রস্তুতিও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না এই টুর্নামেন্টে। তবে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমানরা ক্যারিবীয় সফরের টি-টোয়েন্টি দলে যোগ দেবেন, ফলে তারাও থাকছেন না এনসিএল টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। পরে এক দিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। অন্যদিকে, এনসিএলের ফাইনাল হবে বিপিএলের এক সপ্তাহ আগেই, আগামী ২৩ ডিসেম্বর। যে কারণে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের এই এনসিএল টুর্নামেন্টে দেখা যাবে না।
এদিকে ন্যাশনাল ক্রিকেট লিগের ইতিহাসে সর্বনিম্ন দলীয় রানে অলআউটের লজ্জায় পড়েছে রাজশাহী। ষষ্ঠ রাউন্ডে ম্যাচে গতকাল প্রথম দিনেই ঢাকা বিভাগের পেসার সুমন খানের হ্যাটট্রিকে তারা মাত্র ৪২ রানেই গুটিয়ে গেছে রাজশাহী। প্রতিপক্ষের এমন হতাশার দিনে সুমন একাই ৭ উইকেট নিয়েছেন। সুমন হ্যাটট্রিক করেছেন ইনিংসের ২১তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে। সবমিলে ৭.৫ ওভারে ২ মেইডেনসহ ১৮ রানে ৭ শিকার তার। এর আগে দেশের এই ঘরোয়া প্রতিযোগিতায় সর্বনিম্ন ৪৬ রানের নজির ছিল বরিশাল বিভাগের।
২০২৩-২৪ মৌসুমে খুলনা বিভাগের বিপক্ষে তাদের সেই লজ্জা থেকে মুক্তি দিয়েছে রাজশাহী। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
|
|