[ অনলাইন ] 24/11/2024 |
|
|
|
জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর |
|
|
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর শুরু হয়েছিল গত মাসে। তবে চারদিনের এই ফরম্যাটের খেলা শেষ হলেই প্রথমবার পর্দা উঠবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। গতকাল (শনিবার) আসন্ন টুর্নামেন্টটির উদ্বোধন হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএলের বাইরে দেশে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান এবারই প্রথম দেখা গেল। ইতোমধ্যে এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে। এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সালও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না এই আসরে। তবে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমানরা ক্যারিবীয় সফরের টি-টোয়েন্টি দলে যোগ দেবেন, ফলে তারাও থাকছেন না এনসিএল টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। পরে একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। অন্যদিকে, এনসিএল ফাইনাল ২৩ ডিসেম্বর। যে কারণে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের এই এনসিএল টুর্নামেন্টে দেখা যাবে না। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
|
|