Hawkerbd.com     SINCE
 
 
 
 
বাংলাদেশ ব্যাংক জবাবদিহিতায় জোর দিচ্ছে [ অনলাইন ] 03/12/2024
বিডার ওয়েবিনারে গভর্নর
বাংলাদেশ ব্যাংক জবাবদিহিতায় জোর দিচ্ছে
ব্যাংক খাতে আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক সুশাসন ও জবাবদিহিতায় জোর দিচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অপরিচালনা সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে। এজন্য বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কারিগরি সহযোগিতা দিচ্ছে।

গতকাল সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী সঞ্চালানায় ‘স্টেট অব ইনভেস্টমেন্ট ক্লাইমেট বাংলাদেশ’ শীর্ষক এই ওয়েবিনারে গভর্নর বলেন, অর্থনীতির ব্যবস্থাপনারা বাইরেও কিছু বিষয় আছে যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ। ডলার বাজার সরবরাহ চ্যানেল এখন অনেকটা স্বস্তিদায়ক। ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) এখন সন্তোষজনক অবস্থানে যাচ্ছে।

সম্প্রতি মুডিসের রেটিংয়ে যেসব তথ্য ব্যবহার করা হয়েছে সেগুলোকে সেকেলে উল্লেখ করে গভর্নর বলেন, তাদের তথ্য হালনাগাদ নয়। এজন্য তাদের বলেছি, আমাদের এখানে আসুন। এখানে এসে মূল্যায়ন করুন। সিঙ্গাপুরে বসে, অন্য কারও কথা শুনে নয় বাংলাদেশে এসে মূল্যায়ন করুন। আমাদের বিনিময় হার স্থিতিশীল। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্থিতিশীল। মুডির রেটিংসে বলা হচ্ছে ডাউনগ্রেড। যেখানে অর্থনৈতিক সূচকগুলোয় আমরা এগোচ্ছি। এ কারণে মুডিসের মূল্যায়নে আমাদের আপত্তি আছে। সবকিছুর পরিবর্তন হচ্ছে।

সুদহার বৃদ্ধিতে ব্যবসায়ীদের একটু কষ্ট হচ্ছে স্বীকার করে আহসান এইচ মনসুর বলেছেন, আশা করি ব্যবসায়ী সমাজ এটা বুঝবেন, ব্যবসা একটু কঠিন হলেও তারা মেনে নেবেন। পরিস্থিতিকে গ্রহণ করবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটি করা দরকার ছিল। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে, অর্থনীতির বাইরে রাজনৈতিক ব্যবস্থাপনাও। তিনি বলেন, আমরা যেসব নীতিমালাগুলো নিচ্ছি তা টেকসই পদক্ষেপ হিসেবে দেখা যাবে ভবিষ্যতে। একটু সময় লাগলেও আমরা একটি মাচ স্ট্রঙ্গার (খুব শক্তিশালী), অ্যাকাউন্টাবল (জবাবদিহিতামূলক) ও রেগুলেটেড (যথাযথভাবে পরিচালিত) ব্যাংকিং সেক্টর পাব।
News Source
 
 
 
 
Today's Other News
• সাউথইস্ট ব্যাংকের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান
• বগুড়া প্রেস ক্লাব ভবনে জনতা ব্যাংকের সপ্তপদী মার্কেট শাখা
• এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন
• এমটিবি বিএম ও বামেলকোর যৌথ সম্মেলন অনুষ্ঠিত
• বগুড়া প্রেসক্লাব ভবনে জনতা ব্যাংকের সপ্তপদী মার্কেট শাখার কার্যক্রম শুরু
• বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• ইউসিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৫০ কৃষি-উদ্যোক্তা
• এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন অনুষ্ঠিত
• বগুড়া প্রেসক্লাব ভবনে জনতা ব্যাংকের সপ্তপদী মার্কেট শাখার কার্যক্রম শুরু
• কৃষকদের আর্থিক সহায়তা দিলো সাউথইস্ট ব্যাংক
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved