[ অনলাইন ] 03/07/2025 |
|
|
নীতিমালা শিথিল |
ব্যাংক থেকে বাড়তি ঋণ পাবে বিদেশি কোম্পানি |
 |
|
বাংলাদেশে কার্যরত বিদেশি কোম্পানিগুলো স্থানীয় মুদ্রায় বা টাকায় ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে মেয়াদি ঋণ নিতে পারে। এই ঋণ নেওয়ার সীমা বা নীতিমালা আরও শিথিল করা হয়েছে। এখন থেকে বিদেশি কোম্পানিগুলো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে আরও বেশি ঋণ নিতে পারবে। আগে তারা নিজস্ব মূলধনের বিপরীতে ৫০ শতাংশ ঋণ নিতে পারত। এখন থেকে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে সংশ্লিষ্ট বিদেশি কোম্পানির নিজস্ব মূলধনের ৬০ শতাংশ ঋণ নিতে পারবে। বিদেশি কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। একই সার্কুলার ফাইন্যান্স কোম্পানিগুলোতেও পাঠানো হবে। এতে বলা হয়েছে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|