[ অনলাইন ] 03/07/2025 |
|
|
|
নগর ভবনে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন |
 |
|
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নিরবচ্ছিন্ন লেনদেন সুবিধায় নগর ভবনে ঢাকা ব্যাংকের একটি বুথ উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে নগর ভবনে প্রশাসকের সভাকক্ষে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
নগরবাসীর বিশেষত দরিদ্র জনগোষ্ঠীকে উন্নততর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব মোতাবেক ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬টি নগর মাতৃসদন, ৩১টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৩১৮টি স্যাটেলাইট কেন্দ্র ও ১৪৩৬ জন জনবলের মাধ্যমে সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ প্রকল্পের কার্যক্রম ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হবে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.জিল্লুর রহমান, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা(অতি.দা.) ডা.নিশাত পারভীন সহ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের কর্মকর্তাগন ও সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তারা। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|