[ অনলাইন ] 15/07/2025 |
|
|
|
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা |
 |
|
দুর্নীতির পৃথক তদন্তের জেরে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, চট্টগ্রাম সমিতি ভবনের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম এবং তার স্ত্রী খোদেজা খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
আলমগীর কবিরের বিরুদ্ধে বিদেশযাত্রার নিষেধাজ্ঞার আবেদন জানান দুদকের উপ-পরিচালক আজিজুল হক। আবেদনে উল্লেখ করা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং সাউথইস্ট ব্যাংক থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুদকের আশঙ্কা, কবির বিদেশে পালিয়ে যেতে পারেন, যা চলমান তদন্তে বাধা সৃষ্টি করবে।
আলাদা এক আবেদনে দুদকের সহকারী পরিচালক আনিসুর রহমান তাজুল ইসলাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুরোধ জানান। দুদক যুক্তি দেয় যে, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই দম্পতি তদন্ত এড়াতে বাংলাদেশ ছাড়ার চেষ্টা করতে পারেন, যা তদন্তে বাধা দিতে পারে।
আদালত উভয় আবেদন মঞ্জুর করে তদন্তের সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে এই তিন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|