তরুণদের জন্য একটি রিয়েল-টাইম কমপেনিয়ন প্রিপেইড কার্ড চালু করেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ফিনটেক প্রতিষ্ঠান পাঠাও পে।
তরুণদের জন্য একটি রিয়েল-টাইম কমপেনিয়ন প্রিপেইড কার্ড চালু করেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ফিনটেক প্রতিষ্ঠান পাঠাও পে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন পাঠাওয়ের এমডি ও সিইও ফাহিম আহমেদ, এমটিবির সিইও ও এমডি সৈয়দ মাহবুবুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে জানানো হয়, স্টারলিট হরাইজন, পার্পল হেজ ও সানশাইন বিচ—এ তিন ধরনের কার্ডের মাধ্যমে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই পাঠাও পে ব্যবহার করা যাবে। এছাড়া কার্ডধারীদের জন্য রয়েছে মাস্টারকার্ডের এক্সক্লুসিভ অফার, অনলাইন ও অফলাইন কেনাকাটার সুযোগ, এনএফসির ওয়ান-টাচ পেমেন্ট, এটিএম থেকে অর্থ উত্তোলন এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ব্যালান্স মিররিংসহ নানা সুবিধা। |