[ অনলাইন ] 16/07/2025 |
|
|
|
২২ ব্যাংক থেকে আরো ৩১ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক |
 |
|
বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে আরো ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ২২টি ব্যাংক থেকে এ ডলার কেনা হয়। এর আগে গত রোববার ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রপ্তানি আয়, রেমিট্যান্স ও বিদেশি বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি বিদেশি ঋণদাতা সংস্থা থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে বাংলাদেশ। ফলে ডলার সরবরাহ অনেক বেড়েছে। সেই অনুযায়ী ডলারের চাহিদা নেই। ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় এক সপ্তাহ ধরে কমছে। এই পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা দরে এই ডলার কিনেছে। গতকাল আন্তঃব্যাংক ডলারের গড় লেনদেন হয়েছে ১২১ টাকা ১১ পয়সা। গত সোমবার লেনদেন হয়েছিল ১১৯ টাকা ৭২ পয়সায়। সেই অনুযায়ী একদিনের ব্যবধানে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৪০ পয়সা। টানা কমার পর মঙ্গলবার দেশের মুদ্রাবাজারে ডলারের দাম বেড়েছে। তবে গত ৩ জুলাই ডলারের গড় দর ছিল ১২২ টাকা ৭৩ পয়সা। এর পর থেকে ডলারের দাম কমছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, ডলারের দর চাহিদা ও জোগানের ভিত্তিতে ঠিক করা হয়। বর্তমানে ডলার সরবরাহ অনেক ভালো। যে পরিমাণ ডলার রয়েছে সে পরিমাণ চাহিদা নেই। তাই ডলারের দর কমছে। তিনি বলেন, ডলার বাজার স্থিতিশীল রাখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যাতে রপ্তানিকারক ও রেমিটেন্স প্রেরণকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|