সোনালী ব্যাংক পিএলসির বছরব্যাপী ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ এর এপ্রিল, মে ও জুন-২০২৫ মাসের বিজয়ী নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে এপ্রিল, মে ও জুন মাসে ওয়েস্টার্ন ইউনিয়ন ও ক্যাশ পিকআপের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা এবং রেমিট্যান্স গ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতি মাসে তিনজন করে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীদের ভিসতা ব্র্যান্ডের পণ্য পুরস্কার দেয়া হবে।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারবৃন্দসহ ব্যাংক, ভিসতা ও ওয়েস্টার্ন ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।