Hawkerbd.com     SINCE
 
 
 
 
রাজনৈতিক মামলায় ব্যাংক কর্মকর্তাকে কর্মস্থল থেকে গ্রেফতার [ Online ] 25/07/2025
রাজনৈতিক মামলায় ব্যাংক কর্মকর্তাকে কর্মস্থল থেকে গ্রেফতার
নেত্রকোনার কলমাকান্দা থানায় হওয়া একটি রাজনৈতিক মামলায় পার্থ সরকার নামের অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে নিজ কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার হওয়া পার্থ কলমাকান্দা সদরের মধ্যবাজার কাপড়পট্টি এলাকার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংকের বারহাট্টা উপজেলার রূপগঞ্জ শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত। 

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ জানুয়ারি কলমাকান্দা থানায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। মামলাটি করেন উপজেলার লেঙ্গুরা গ্রামের আব্দুল হালিম হাওলাদার। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার অন্তত ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করেন। পার্থ ওই মামলার ৬৬ নম্বর আসামি। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৪ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে লেঙ্গুরা বাজারের ফার্নিচার ব্যবসায়ী মো.শামসুলের দোকানের সামনে সংঘবদ্ধ আসামিরা হামলা ও ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। 

গ্রেফতার হওয়া পার্থের এক স্বজন বলেন, মামলার এজাহারে যে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে ওই সময় তিনি (পার্থ) নেত্রকোনা জেলা শহরের নাগরা এলাকায় বোনের বাসায় ছিলেন। সেখান থেকেই তিনি অগ্রণী ব্যাংকের রূপগঞ্জ শাখায় যাতায়াত করেন। তাছাড়া ঘটনাস্থলটি সীমান্ত এলাকায় প্রত্যন্ত একটি গ্রামে। ওই ঘটনার সঙ্গে পার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। ৫ আগস্টের পর থেকে একটি মহল তার কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করছিল। তাকে হয়রানি করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, এজাহান নামীয় আসামি হওয়ায় ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৬০টি মামলা হয়েছে। এসব মামলায় ছয় হাজারের মতো আসামি করা হয়েছে। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
News Source
 
 
 
 
Today's Other News
• শেরপুর কৃষি ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
• ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২৫ পেলেন মানবজমিন সম্পাদক
• প্রেস বিজ্ঞপ্তি
• প্রেস বিজ্ঞপ্তি
• প্রেস বিজ্ঞপ্তি
• সোনালী ব্যাংকের ডিএমডি হলেন ইকবাল হোসেন
• প্রেস বিজ্ঞপ্তি
• দুই ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয়
• এবি ব্যাংক থেকে আইইউটিকে ব্যাটারিচালিত যানবাহন উপহার
• ঝুঁকিহীন টেকসই ঋণে ইউসিবির জোর
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved