শনিবার রাজশাহীর একটি হোটেলে আয়োজিত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও হারুনুর রশীদ, রাজশাহী জোনের প্রধান অসীম কুমারসহ সকল শাখা প্রধান, এরিয়া ইনচার্জ, উপ-শাখা ইনচার্জ এবং সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা,কর্পোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমে সুশাসনের বিকল্প নেই। সর্বক্ষেত্রে নিয়মনীতি সঠিকভাবে পরিপালন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে ঋণমান বজায় রাখা, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায়, সুদবিহীন ও স্বল্পসুদের আমানত সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চায়। এ অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের শাখা, উপশাখাগুলোর মাধ্যমে এমএসএমই খাতকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই। |