Hawkerbd.com     SINCE
 
 
 
 
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করায় দৃষ্টি সরকারের [ অনলাইন ] 19/03/2025
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করায় দৃষ্টি সরকারের
দীর্ঘদিন ধরেই বিদেশি বিনিয়োগের মন্দাভাব চলছে। ব্যবসার পরিবেশের উন্নতি না হওয়ায় স্থানীয় বিনিয়োগও তেমন বাড়ছে না। বিশেষজ্ঞদের মতে, দেশি বিনিয়োগ বাড়লে তবেই বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হবেন। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। বিভিন্ন দেশে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উন্নয়ন সহযোগীদের সাথেও যোগাযোগ করা হয়েছে, যেখানে ইতিবাচক সাড়া মিলেছে। পাশাপাশি পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের দেশের অভ্যন্তরের পরিবেশ দেখানোর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে আগামী এপ্রিল মাসে শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

জানা গেছে, ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করবেন। এরই মধ্যে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ৩ হাজারের বেশি প্রতিনিধি এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন স্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সুশাসন ও জবাবদিহির বিষয়গুলো

তুলে ধরা হবে। এ আয়োজন বিনিয়োগকারীদের জন্য নতুন অংশীদারিত্ব গঠন এবং ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থনীতিবিদদের মতে, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ স্থবির থাকায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে এই সম্মেলন ভবিষ্যৎ বিনিয়োগ প্রচার ও কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশ্ব দরবারে এই বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে বিনিয়োগ সম্মেলন একটি ইতিবাচক উদ্যোগ। বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিম-লে নানা নেতিবাচক প্রচারণা রয়েছে। বিশেষ করে ভারতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা রয়েছে। এই সম্মেলনের মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব হবে।

জানা গেছে, বিনিয়োগ সম্মেলনে পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। এগুলো হলো- নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, পোশাক ও টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও ফার্মা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। প্রত্যেক খাতের জন্য পৃথক সেশন থাকবে, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিশ্লেষকরা অংশ নেবেন।

নির্বাচিত বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান ইপিজেড, মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে নিয়ে যাবে বিডা।

বিনিয়োগ আকৃষ্ট করতে বিডা সফল উদ্যোক্তাদের ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবে।

দেশের প্রতিশ্রুতিশীল খাতে আরও স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিডা সফল বিনিয়োগকারীদের ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের উদ্যোগ নিয়েছে। এই পুরস্কার তিনটি ক্যাটাগরিতে দেওয়া হবে- দেশি ও বিদেশি বিনিয়োগ, টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি)।
News Source
 
 
 
 
Today's Other News
• এডিপি নীতিমালায় একগুচ্ছ নির্দেশনা
• ফল আমদানিতে শুল্ক কর কমালো সরকার
• ঋণমান প্রকাশ করেছে তিন কোম্পানি
• করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের
• বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে না
• সোনার দাম আবারও ৩০০০ ডলার ছাড়াল
• পণ্য রপ্তানিকারকেরা কেন ‘ক্ষুব্ধ’
• তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
• ভোজ্যতেলে কর ছাড় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
• এক অঙ্কের ভ্যাট হার চায় ঢাকা চেম্বার
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved