Hawkerbd.com     SINCE
 
 
 
 
সোনার দাম আবারও ৩০০০ ডলার ছাড়াল [ পাতা ১০ ] 19/03/2025
বিশ্ববাজার
সোনার দাম আবারও ৩০০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে সোনার দাম গতকাল মঙ্গলবার আবারও আউন্সপ্রতি তিন হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে গত শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম তিন হাজার ডলারে উঠেছিল। তারপর দাম কিছুটা কমে যায়। কিন্তু গতকাল আবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলার ছাড়িয়ে গেছে। মূলত ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল সকালে এশিয়ার বাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৬ দশমিক ৭৬ ডলার বেড়ে ৩ হাজার ১৪ ডলারে উঠেছে। বিবিসির সংবাদে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

বিশ্ববাজারে সোনার এই মূল্যবৃদ্ধির পেছনে নানা কারণের কথা উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। এসব কারণের মধ্যে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্ক যুদ্ধের আশঙ্কা। ফলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বিনিয়োগকারীদের অনেকে সোনার দিকে ঝুঁকছেন। শেয়ারবাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে সোনায় বিনিয়োগ করছেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান বাজার কৌশলবিদ জো কাভাতোনি বলেছেন, চলমান ভূ-অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তার কারণে মানুষ নিজেদের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে শঙ্কিত। এ পরিস্থিতিতে তাঁর ধারণা, মানুষ নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন এবং সে কারণে সোনার দাম বাড়ছে। আগামীতেও মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করছেন, তাতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়বে। ট্রাম্পের শুল্কারোপের এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করবে। ফলে ওই সব দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে মানুষ সোনার প্রতি আকৃষ্ট হচ্ছেন বলে মনে করেন জো কাভাতোনি।

জ্বালানি তেলের কেনাবেচার সঙ্গেও সোনার সরাসরি সম্পর্ক রয়েছে। সাধারণত দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়লে সোনার দামও বাড়ে। দাম বাড়লে অনেক দেশ সোনার বিনিময়ে জ্বালানি তেল বিক্রি করে থাকে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত দুই দিনে বেড়েছে। ফলে গতকাল সোনার দাম একধাক্কায় আউন্সপ্রতি প্রায় ১৭ ডলার বেড়ে যাওয়ার পেছনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ। ছয় মাসে বেড়েছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। এক বছরে বেড়েছে ৩৮ দশমিক ৯৮ শতাংশ। পাঁচ বছরে বেড়েছে ১০২ দশমিক ৭৫ শতাংশ এবং গত ২০ বছরে বেড়েছে ৫৮২ দশমিক ৬৭ শতাংশ।

No link found
 
 
 
 
Today's Other News
• এডিপি নীতিমালায় একগুচ্ছ নির্দেশনা
• ফল আমদানিতে শুল্ক কর কমালো সরকার
• ঋণমান প্রকাশ করেছে তিন কোম্পানি
• করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের
• বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে না
• পণ্য রপ্তানিকারকেরা কেন ‘ক্ষুব্ধ’
• বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করায় দৃষ্টি সরকারের
• তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
• ভোজ্যতেলে কর ছাড় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
• এক অঙ্কের ভ্যাট হার চায় ঢাকা চেম্বার
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved