Hawkerbd.com     SINCE
 
 
 
 
এডিপি নীতিমালায় একগুচ্ছ নির্দেশনা [ পাতা ৭ ] 19/03/2025
এডিপি নীতিমালায় একগুচ্ছ নির্দেশনা
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য প্রতি বছরের মতো এবারও একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। একগুচ্ছ নির্দেশনায় বলা হয়েছে, কৃষি, কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি পুনর্বাসন সংক্রান্ত প্রকল্পে অর্থ বরাদ্দে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সবুজ ও জলবায়ু সংক্রান্ত প্রকল্পে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ থেকে নীতিমালা বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, শুধু অনুমোদন হয়েছে এমন সব প্রকল্পে আর সংশোধিত এডিপিতে ম্যানেজমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত রয়েছে এসব প্রকল্পে বরাদ্দসহ এডিপিতে অন্তর্ভুক্ত করা যাবে।

বরাদ্দের ক্ষেত্রে বলা হয়েছে, বৈদেশিক ঋণ কিংবা অনুদানে বাস্তবায়ন হচ্ছে এসব প্রকল্পে এডিপিতে অর্থ বরাদ্দের চাহিদা প্রস্তাব করতে হবে। পাশাপাশি দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধিতে ত্বরান্বিত করে এসব প্রকল্পের জন্য অগ্রাধিকার বিবেচনায় আনতে হবে। এ ছাড়াও মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এমন সব প্রকল্পে এডিপির জন্য অন্তর্ভুক্ত হবে। তবে এসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের চাহিদা প্রস্তাব করতে হবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে শেষ করার জন্য নির্ধারিত প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তবে সংশোধিত এডিপিতে শেষ করার জন্য নির্ধারিত তালিকাভুক্ত কোনো প্রকল্প নতুন অর্থবছরের এডিপির জন্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা যাবে না। এডিপিতে নতুন প্রকল্প গ্রহণের চেয়ে চলমান প্রকল্প যথাসময়ে শেষ করার জন্য গুরুত্ব দিতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পে চলতি অর্থবছরের পাওয়া ব্যবহারের জন্য জিওবি বাবদ বরাদ্দের প্রস্তাবকে অগ্রাধকার দিতে হবে। অনুমোদিত নতুন প্রকল্প যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন হওয়ার পরই অর্থায়নের জন্য থোক বরাদ্দ হিসেবে মোট বরাদ্দের কমপক্ষে ৫ শতাংশ অর্থের সংস্থান রাখতে হবে। এলাকাভিত্তিক ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের জন্য এডিপিতে গ্রহণ করা প্রকল্পগুলোর বরাদ্দ নিশ্চিত করতে হবে।

প্রকল্পভিত্তিক চাহিদা প্রস্তাবের ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দের পাশাপাশি আগামী ২০২৬-২৭, ২০২৭-২৮ অর্থবছরের বরাদ্দের প্রক্ষেপণ অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিকভাবে শিল্প ও অর্থনৈতিক সেবা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ, স্বাস্থ্য সেক্টরের আওতাধীন ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের এসব সেক্টরের মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম তৈরি হবে। যে কারণে বেশ কিছু বিবেচনায় নিতে হবে বলে নীতিমালায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় এডিপিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে যেসব প্রকল্প এখনও অনুমোদন পায়নি সেসব প্রকল্প অন্তর্ভুক্তির জন্য নতুনভাবে প্রস্তাব পাঠাতে হবে। একই সঙ্গে এ ধরনের প্রকল্পের সংখ্যা সীমিত রাখার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, বৈদেশিক ঋণ বা অনুদান চুক্তি হয়েছে এ ধরনের প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্তির জন্য অগ্রাধিকার পাবে। যেসব বিনিয়োগ প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা শেষ হয়েছে সেসব প্রকল্প অননুমোদিত প্রকল্প তালিকায় প্রস্তাবের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বেসরকারি উদ্যোগে বাস্তবায়ন করা সম্ভাবনা রয়েছে এমন প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্তির জন্য পরিহার করতে হবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়নে সহায়ক এমন সব অননুমোদিত নতুন প্রকল্প গ্রহণে অগ্রাধিকার দিতে হবে। যেসব প্রকল্প প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় বাস্তবায়ন হবে এসব প্রকল্পের জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দেশের বিভিন্ন এলাকায় নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে সমন্বিত নতুন প্রকল্প গ্রহণের জন্য অগ্রাধিকার দিতে হবে।

এদিকে গত ৩ মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সুপারিশ করা হয়েছে, মানসম্পন্ন সম্ভাব্য সমীক্ষা ও স্টেকহোল্ডারদের মতামত বিশ্লেষণ করে প্রকল্প গ্রহণ করতে হবে। এ ছাড়াও প্রকল্প পরিচালক বা ব্যবস্থাপককে ভালো কাজের পুরস্কার ও ব্যর্থতার জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• ফল আমদানিতে শুল্ক কর কমালো সরকার
• ঋণমান প্রকাশ করেছে তিন কোম্পানি
• করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের
• বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে না
• সোনার দাম আবারও ৩০০০ ডলার ছাড়াল
• পণ্য রপ্তানিকারকেরা কেন ‘ক্ষুব্ধ’
• বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করায় দৃষ্টি সরকারের
• তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
• ভোজ্যতেলে কর ছাড় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
• এক অঙ্কের ভ্যাট হার চায় ঢাকা চেম্বার
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved