Hawkerbd.com     SINCE
 
 
 
 
অনিশ্চয়তা আর চ্যালেঞ্জে ব্যবসা-বাণিজ্যে গতি কম [ অনলাইন ] 03/07/2025
নতুন অর্থবছর
অনিশ্চয়তা আর চ্যালেঞ্জে ব্যবসা-বাণিজ্যে গতি কম
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়লে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি খারাপ হতে পারে মনে করেন
কোটা সংস্কার আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে গত অর্থবছরের শুরুতে ব্যবসা-বাণিজ্য হোঁচট খায়। তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বহুমুখী দাবি আদায়ে শ্রম অসন্তোষে ভুগেছে ছোট-বড় ব্যবসা। তারপর গ্যাস ও বিদ্যুৎ–সংকট, উচ্চ সুদের হার, উচ্চ মূল্যস্ফীতিতে চাহিদা হ্রাসের মতো সমস্যা প্রকট হয়েছে। সবশেষে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে টানা দুই দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এভাবেই সদ্য বিদায়ী ২০২৪–২৫ অর্থবছরের পুরোটা সময় একধরনের অস্থিরতার মধ্য দিয়ে গেছে দেশের ব্যবসা-বাণিজ্য।

পুরোনো অনিশ্চয়তা আর নতুন চ্যালেঞ্জ নিয়ে গতকাল থেকে ২০২৫-২৬ অর্থবছর শুরু হয়েছে। পুরোনো সংকট সামনে আরও প্রকট হতে পারে। নতুন চ্যালেঞ্জ তৈরির শঙ্কাও রয়েছে। দেশের গ্যাসক্ষেত্র থেকে দৈনিক গ্যাস উত্তোলন কমছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হচ্ছে না। এমন প্রেক্ষাপটে এলএনজি আমদানিও বাড়ানো না গেলে গ্যাস–সংকট আরও বৃদ্ধির শঙ্কায় ভুগছেন উদ্যোক্তারা। চলতি জুলাই মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হতে পারে। সেটি হলে বড় এই বাজারে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে। পাল্টা শুল্ক থেকে রেহাই পেতে অন্য প্রতিযোগী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দর–কষাকষিতে এগিয়ে গেলেও বাংলাদেশ কেবল আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে।

একাধিক খাতের ব্যবসায়ী নেতারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও ব্যাংকের সুদের হার কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফেরানো না গেলে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি হওয়া কঠিন। আবার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়লে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও খারাপ হতে পারে বলে মনে করছেন তাঁরা।

দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি বুঝতে কয়েকটি পরিসংখ্যানে চোখ বোলানো যেতে পারে এ পর্যায়ে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে সাময়িক হিসাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। তার আগের বছর প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে সরকারি-বেসরকারি বিনিয়োগও কমেছে। বিদায়ী অর্থবছর জিডিপির ২২ দশমিক ৪৮ শতাংশ বেসরকারি বিনিয়োগ হয়। তার আগের অর্থবছর যা ছিল ২৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য শ্লথ হওয়ায় বিদায়ী অর্থবছর রাজস্ব আদায়ের পরিমাণও তার আগের বছরের তুলনায় কম হয়েছে।

কয়েক মাস ধরে শিল্পকারখানায় গ্যাস-সংকট বেশ বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গত মে মাসের শেষ দিকে কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করে বলেন, ‘তীব্র গ্যাস-সংকটে অনেক শিল্পকারখানার উৎপাদনে ধস নেমেছে। চলতি মূলধন সংকুচিত হয়ে পড়েছে।’ তাঁরা আরও বলেন, শিল্পবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে শিল্পকারখানা গলা টিপে মেরে ফেলা হচ্ছে। চাঁদাবাজি চলছে। দুর্নীতিও শেষ হয়নি। দেশের অর্থনীতি কীভাবে বাঁচবে, সেটি নিয়ে কারও মাথাব্যথা নেই।

এক সপ্তাহ ধরে গ্যাসের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক খোরশেদ আলম। গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘পেট্রোবাংলা আমাদের আশ্বাস দিয়েছে, আগামী কয়েক মাসের চাহিদা মেটাতে এলএনজি বুকিং দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে গ্যাসের সংকটের সমাধান চাই, যাতে শিল্পকারখানার উৎপাদনে কোনো ব্যাঘাত না ঘটে।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতে শৃঙ্খলা আনতে বিভিন্ন পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানোয় ব্যাংকঋণের সুদহার বেড়ে যায়। এ ছাড়া নিয়মকানুন পরিপালনে কড়াকড়ি আরোপ করলে ব্যাংকগুলো অনেক প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে যায়। এতে করে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিক সংকটের মধ্যে পড়েছে।

জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ব্যবসা-বাণিজ্যে গতি বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও মব সংস্কৃতি জরুরিভাবে বন্ধ করতে হবে। নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তাও দ্রুত সমাধান করতে হবে। না হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা পাবেন না।
News Source
 
 
 
 
Today's Other News
• তিন বছরের মধ্যে সর্বোচ্চ আকু বিল পরিশোধ
• ৯ জুলাইয়ের মধ্যে শুল্ক চুক্তি নিয়ে অনিশ্চয়তা
• শেষ মাসে হোঁচট খেল রপ্তানি আয়
• ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি ৮.৫৮ শতাংশ বেড়েছে
• দুই কারণে জুনে দেশের পণ্য রপ্তানি কমেছে সাড়ে ৭%
• কাগজের নোটের বদলে মোবাইল স্ক্রীনে টাকার রাজত্ব: চীনে নতুন অর্থনীতি
• ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের সময় ৬ মাস করার আহ্বান
• গত অর্থবছরে রপ্তানি ৯% বেড়েছে
• বিকডার নতুন সভাপতি খলিলুর রহমান
• গত অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved