Hawkerbd.com     SINCE
 
 
 
 
জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালককে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির শুভেচ্ছা [ অনলাইন ] 23/04/2024
জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালককে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির শুভেচ্ছা
জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালককে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির শুভেচ্ছা
মো. নূরুল ইসলাম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির কার্যকরি সদস্যরা

বরাবরের মতো আবারও ব্যাংকিং সেক্টরে শীর্ষ পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির অর্থ সম্পাদক মো. নূরুল ইসলাম মজুমদার।

সোমবার (২২ এপ্রিল) এ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের নের্তৃতে সদ্য পদোন্নতি পাওয়া উপ-ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও অগ্রণী ব্যাংক অগ্রণী দুয়ারয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান, গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. শামছুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, জনতা ব্যাংকের কর্মকর্তা মো. ওমর ফারুক ও মো. আমিনুল ইসলাম, সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফসহ সংগঠনের অনান্য সদস্য।

মো. নূরুল ইসলাম মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের এক  সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চট্রগাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করা মজুমদার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর ‘ডিএআইবিবি’ ডিপ্লোমাধারী।

গত ৯ এপ্রিল তাকে সরকারের অর্থ মন্ত্রনণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়।

তিনি ১৯৯৯ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। চাকরি জীবনে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগসহ ইনফরমেশান অ্যান্ড টেকনেলজি (আইটি) বিভাগের প্রধান হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংক চীফ এক্সিকিউটিব অফিসের অনলাইন বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করেন।

পেশাগত কাজের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইউএই, সৌদি আরব, ওমান, সিংগাপুর, ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved